ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: হবিরবাড়ী স্পোর্টস একাডেমির উদ্যোগে অনুষ্ঠিত হলো "শহীদ আরাফাত রহমান কোকো লক্ষ টাকার টুর্নামেন্ট ২০২৫", যা ভালুকা ও আশপাশের এলাকায় ক্রীড়ামোদীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করেছে।
টুর্নামেন্টের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক (ভারপ্রাপ্ত) আলহাজ্ব মোঃ মোর্শেদ আলম। উদ্বোধক হিসেবে টুর্নামেন্ট উদ্বোধন করেন জাতীয় দলের সাবেক ফুটবলার জনাব সৈয়দ রুম্মান বিন ওয়ালিদ সাব্বির।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আলহাজ্ব মোস্তাফিজুর রহমান মামুন, সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি এবং চেয়ারম্যান, হবিরবাড়ী স্পোর্টস একাডেমি।
টুর্নামেন্টে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রহুল আমিন রহুল। যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ। যুগ্ম আহ্বায়ক মজিবর রহমান মজু। যুগ্ম আহ্বায়ক হাজী শহিদুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন, ভালুকা উপজেলা শ্রমিক দলের সভাপতি ও ময়মনসিংহ বিভাগীয় শ্রমিক দলের সহ-সভাপতি আলহাজ্ব সৌমিক হাসান সোহাগ। ভালুকা উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক এবং ময়মনসিংহ বিভাগীয় শ্রমিক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক শাহ্ মোঃ সুজন।ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক কায়ছার আহমেদ কাজল।
টুর্নামেন্টে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, যাঁদের একত্রিত অংশগ্রহণ ক্রীড়া উৎসবকে আরও প্রাণবন্ত করে তোলে।