হবিগঞ্জে শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্রে আবারও আগুন

Nahid Hasan avatar   
Nahid Hasan
****
 
 
মাধবপুর ( হবিগঞ্জ) প্রতিনিধি 
হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজিবাজার ৬০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৪ আগস্ট) দুপুর ১২টা ৩৭ মিনিটে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (PGCB)-এর TR-2 ব্রেকার ও সিটিতে হঠাৎ আগুন লাগে। ফলে শাহজিবাজার গ্রিড উপকেন্দ্রে থেকে দুই ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।শাহজিবাজার বিদ্যুৎ উপকেন্দ্রের উপসহকারী প্রকৌশলী মো: রাসেল খান চৌধুরী  জানান, দুপুরে হঠাৎ করে বিদ্যুৎ  উৎপাদন কেন্দ্রে বিকট শব্দে বিষ্ফোরনের শব্দ হয়।সঙ্গে সঙ্গেই বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। তারা নিজস্ব ব্যবস্থাপনায়  আগুন নিয়ন্ত্রণে এনেছে। আগুন ২০ মিনিটের মধ্যে নেভাতে সক্ষম হয়েছি। এর আগে গত ৩১ জুলাই মাধবপুর উপজেলার শাহজিবাজার বিদ্যুৎ উপকেন্দ্রে যান্ত্রিক ত্রুটির কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপর ২ দিন চেষ্টা চালিয়ে নতুন যন্ত্রপাতি লাগিয়ে বিদ্যুৎ সচল করা হয়েছিল।  সোমবার দুপুর ১২ টা ৩৭ মিনিটে আবার আগুনের ঘটনায়  বিদ্যুৎ সরবরাহ ২ টা ১৫ মিনিটে স্বাভাবিক হয়।রোববার বিদ্যুৎ বিভাগ ঘোষণা দিয়েছিল সোমবার সকালে শাহজিবাজার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে জরুরি মেরামতের কাজ করা হবে।এ কারনে সকালে সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।এর মধ্যে দুপুরে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে হঠাৎ আগুনের ঘটনা ঘটেছে।শাহজিবাজার পাওয়ার গ্রীড উপ- সহকারী প্রকৌশলী রাসেল খান চৌধুরী জানান,শাহজিবাজার বিদ্যুত উপকেন্দ্রে আজ দুপুরে একটি ব্রেকার ও সিটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে দ্রুত সময়ের মধ্যে হবিগঞ্জ জেলায় বিদ্যুত সরবরাহ স্বাভাবিক হয়েছে।
Geen reacties gevonden