close

লাইক দিন পয়েন্ট জিতুন!

হবিগঞ্জে মাধবপুর সড়কে বেপরোয়া বাসের ধাক্কায় প্রাণ গেল কলেজ ছাত্রের..

Nahid Hasan avatar   
Nahid Hasan
****

 

হবিগঞ্জের মাধবপুর বেপরোয়া বাসের ধাক্কায়  মোফাজ্জল হোসেন (২৩) নামে এক কলেজ ছাত্রের প্রাণ গেছে ।বৃহস্পতিবার (৭ আগষ্ট) সকাল ৭ টার দিকে ঢাকা সিলেট মহাসড়কে করড়া এলাকায় আল আমিন হোটেলের সামনে এ ঘটনা ঘটেছে।মোফাজ্জল হোসেন উপজেলার করড়া গ্রামের জয়নাল আবেদিনের ছেলে  এবং মাধবপুর সৈয়দ সঈদ উদ্দিন কলেজের ছাত্র। মাধবপুর থানার এস আই সাইদুর রহমান জানান,করড়া গ্রামের মোফাজ্জল হোসেন সকালে বানের পানিতে নালায় মাছ ধরতে বাড়ি থেকে বের হয়েছিল।সকাল ৭ টার দিকে করড়া আল আমিন হোটেলের সামনে রাস্তা পারাপারের সময় সিলেট গামী বেপরোয়া একটি বাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।এতে  মোফাজ্জল গুরুতর আহত হন।তার স্বজনরা খবর পেয়ে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিযে গেলে দুপুর ১২ টার দিকে তিনি মারা যান। গাড়িটি শনাক্ত  করতে পুলিশ চেষ্টা করছে। মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সহিদ উল্ল্যাহ জানান,নিহতের মরদেহ হবিগঞ্জ সদর হাসপাতালে মর্গে আছে।আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Aucun commentaire trouvé