হাতিবান্ধা য় রাতে কলেজ ছাত্রীর সাথে দেখা করতে এসে মাদ্রাসা শিক্ষকের যা হলো..

Sohag Hossain Shanto  avatar   
Sohag Hossain Shanto
হাতিবান্ধা য় রাতে কলেজ ছাত্রীর সাথে দেখা করতে এসে মাদ্রাসা শিক্ষকের যা হলো.....

রাতে কলেজ ছাত্রীর সাথে দেখা করতে এসে মাদ্রাসা শিক্ষকের যা হলো --

হাতীবান্ধায় নারীসহ আটক সেই শিক্ষক মাহমুদুল হাসান রানাকে হাজীপাড়া তানজিমুল কুরআন মডেল একাডেমি মাদ্রাসা কর্তৃপক্ষ  অব্যাহতি দিয়েছেন।

 

এর আগে গত বৃহস্পতিবার রাতে লালমনিরহাটের হাতীবান্ধার হাজীপাড়ায় তানজিমুল কুরআন মডেল একাডেমি মাদ্রাসার শিক্ষক মাহমুদুল হাসান রানাকে এক কলেজ ছাত্রীসহ আটক করে স্থানীয়রা।

 

মেয়েটির বাড়ি উপজেলার সানিয়াজান ইউনিয়নে। সেই শিক্ষককে ছাত্রশিবিরের বিভিন্ন অনুষ্ঠানের দেখা যায়। ছাত্রশিবির বলছে সে কোন সদস্য নয়।

Tidak ada komentar yang ditemukan