লালমনিরহাটে র হাতিবান্ধা য় ১১ নং সানিয়াজান ইউনিয়নের সানিয়াজান বাজারের রাবার ড্রাম সংলগ্ন 'দারুল-উলুম রওজাতুস সুন্নাহ হাফিজিয়া মাদরাসার' হিফজ বিভাগের শিক্ষার্থী মো: নয়ন (১১) কে গতকাল
(২০ অক্টোবর) সকাল ৭:৩০ মিনিটের দিকে মাদরাসা থেকে আর খুজে পাওয়া যাচ্ছে না। তার পরনে ছবিতে পড়া পাঞ্জাবি (কালার নির্দিষ্ট বলা যাচ্ছে না) ছিল।
ছেলের বাসা সানিয়াজান ইউনিয়নের পার শেখ সুন্দর গ্রামের সততা বাজারে। তার বাবার নাম মোঃ আনোয়ার হোসেন ও মায়ের নাম মোছা: নুরজাহান খাতুন।
নয়ন কে হারিয়ে ওর পরিবার ও আত্মীয়স্বজন দিশেহারা ও মর্মাহত হয়ে পড়েছেন। কোন সহৃদয়বান ব্যক্তি দেখে থাকলে দয়া করে সন্ধান দিন।
যোগাযোগ: 01312166256 (নয়নের চাচা)।
লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলা সানিয়াজান ইউনিয়ন।
নিউজ পোস্ট :
সাংবাদিক : সোহাগ হোসেন শান্ত,



















