ছবি তোলা তাঁর নেশা বলা যায়, হাতিয়ায় জন্ম নেওয়া এই তরুন নিজের হাতে নিপুণ কৌশলে ধারণ করে, সুন্দর সব ফটো। হাতিয়ার দৃশ্য গুলা দেখতে কত সুন্দর তার ফটোগ্রাফি দেখলে বুঝা যায়।..
আজমীর ছবি তোলার পাশাপাশি রাজনীতির সাথেও যুক্ত আছে, তবে তাকে কখনো রাজনৈতিক অপব্যবহার করতে দেখা যায়নি।