হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় নিহত-১, আহত-৩

সালাউদ্দীন মুন্না avatar   
সালাউদ্দীন মুন্না
****

মোঃ সালাউদ্দীন, চট্টগ্রাম (হাটহাজারী) প্রতিনিধিঃ হাটহাজারী গুমানমর্দ্দন ও মির্জাপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড কুমারীকুল রাস্তার মাথা অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে, মোটর সাইকেল চালক মোঃ সাজ্জাদ (২২) ঘটনাস্থলে নিহত হয়েছে। আরো ৩ জন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। ২৩ এপ্রিল বুধবার দুপুর ১.৩০ মিনিট কুমারীকুল রাস্তার মাথায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা বলেন, চট্টগ্রাম হাটহাজারী খাগড়াছড়ি মহাসড়কে ২-৩ টি মোটরসাইকেল প্রতিযোগীতামূলক বাইক চালানোর কারণে অটোরিকশা সাথে ধাক্কা লেগে মোটর সাইকেল চালক মোঃ সাজ্জাদ ছিটকে পড়ে। মাথায় বড় ধরনের আঘাত লেগে প্রচুর রক্তক্ষরণ হয়ে মারা যায়।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator