close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

হাটহাজারীর উন্নয়নে সচেতন নাগরিক কমিটির ৩য় বর্ষপূর্তি ও ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত..

আসগর সালেহী avatar   
আসগর সালেহী
সম্মেলনে নবগঠিত কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। কমিটির সভাপতি হয়েছেন মোহাম্মদ নুরুন্নবী চৌধুরী (নুরু), সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ রাশেদ এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহেদ উদ্দীন বিপ্লব।..

হাটহাজারী উপজেলার উন্নয়ন এবং নাগরিক সেবার মানোন্নয়নে অগ্রণী ভূমিকা রাখা অ-রাজনৈতিক সংগঠন ‘হাটহাজারী উন্নয়নে সচেতন নাগরিক কমিটি’-এর ৩য় বর্ষপূর্তি ও ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

 

গত ৩ মে (শুক্রবার) হাটহাজারী সদর এলাকায় সংগঠনের আহ্বায়ক মোহাম্মদ নুরুন্নবী চৌধুরী (নুরু)-এর সভাপতিত্বে এবং সদস্য সচিব মোহাম্মদ জাহেদ উদ্দীন বিপ্লব-এর সঞ্চালনায় দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রিলায়েন্স শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেডের চেয়ারম্যান, বিশিষ্ট দানবীর ও সমাজসেবক মোহাম্মদ রাশেদ। তিনি তাঁর বক্তব্যে বলেন,

 

এলাকার উন্নয়ন কখনো একক রাজনৈতিক দল বা ক্ষমতাশালী ব্যক্তির পক্ষে সম্ভব নয়। এজন্য প্রয়োজন নাগরিক ঐক্য এবং সক্রিয়, সচেতন সমাজের সম্মিলিত উদ্যোগ। ‘হাটহাজারী উন্নয়নে সচেতন নাগরিক কমিটি’র এই উদ্যোগ সময়োপযোগী ও প্রশংসনীয়।

 

তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন,

 

একটি অ-রাজনৈতিক, সার্বদলীয় প্ল্যাটফর্ম থেকে নাগরিক অধিকার নিশ্চিতকরণ এবং অবকাঠামোগত উন্নয়নে নবগঠিত কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। তাঁরা বলেন,

 

হাটহাজারীতে দীর্ঘদিন ধরে এমন একটি সচেতন নাগরিক প্ল্যাটফর্মের অভাব ছিল। বর্তমান কমিটির সাহসী পদক্ষেপ এলাকাবাসীর বহুদিনের প্রত্যাশা পূরণ করবে।

 

সম্মেলনে নবগঠিত কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। কমিটির সভাপতি হয়েছেন মোহাম্মদ নুরুন্নবী চৌধুরী (নুরু), সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ রাশেদ এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহেদ উদ্দীন বিপ্লব।

 

বক্তারা নতুন কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন,

 

এই কমিটি নাগরিকদের অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে এবং পরবর্তী প্রজন্মের জন্য সুন্দর ও পরিবেশবান্ধব হাটহাজারী গড়ে তুলতে কাজ করবে।

 

এ সময় হাটহাজারীর গর্বিত সন্তান এবং বাংলাদেশের সূর্যসন্তান, মাননীয় প্রধান উপদেষ্টার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমাবর্তনে আগমন উপলক্ষে এলাকার সাধারণ মানুষের দাবিসমূহ সম্মেলনে তুলে ধরা হয়।

 

সমাপনী বক্তব্যে সমাজসেবক ও কমিটির আহ্বায়ক মোহাম্মদ নুরুন্নবী চৌধুরী (নুরু) বলেন,

 

আমি দীর্ঘদিন ধরে দেখে আসছি, রাজনীতি ও প্রশাসনের বাইরে থেকে নাগরিকদের সমস্যা ও উন্নয়ন নিয়ে কাজ করার মতো একটি প্ল্যাটফর্মের অভাব। সেই শূন্যতা পূরণেই আমাদের এই প্রয়াস। সকলের আন্তরিক সহযোগিতা পেলে হাটহাজারীকে একটি আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলতে পারব।

 

সম্মেলনে হাটহাজারীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক-ছাত্র এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

 

সম্মেলন শেষে সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং সমাজ উন্নয়নমূলক একাধিক কর্মসূচি ঘোষণা করা হয়।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator