close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

হাট কাঁপাতে আসছে বুলবুলের "সাদা পাহাড়" — ওজন ৪০ মণ!

Md Humayun avatar   
Md Humayun
ঈদের হাটে এবার চমক দিতে হাজির হচ্ছে "সাদা পাহাড়"! নাম শুনেই বোঝা যাচ্ছে, এটা কোনো সাধারণ গরু নয়। গরুর মালিক বুলবুল জানান, তার পালিত এই সাদা রঙের ষাঁড়টির ওজন প্রায় ৪০ মণ। এই বিশাল দেহী ষাঁড়কে..

বুলবুলের বাড়ি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নের আটিগ্রামের কৃষক বুলবুল।

বুলবুল জানান, এই ষাঁড়টি লালন-পালন করছি। সম্পূর্ণ দেশি খাবার দিয়ে বড় করেছি। কোনো ধরনের ইনজেকশন বা কেমিক্যাল খাওয়ানো হয়নি।”

এর শান্ত স্বভাব ও বিশাল আকৃতির কারণে আশপাশের এলাকার মানুষজন প্রতিদিন ভিড় জমাচ্ছেন দেখতে।

গরুটির দাম কত চাইছেন জানতে চাইলে বুলবুল বলেন, আমি গরুটিকে আমার সন্তানের মতো বড় করেছি। এখন দাম চাইবো না। যে বা যারা সাদা পাহাড়কে নেবেন তারা নিজেরাই দেখে মেপে দাম করে নিয়ে যাবেন। 

স্থানীয় লোকজন জানান,ঈদুল আজহার হাটে এই ধরনের গরু ক্রেতাদের জন্য বড় আকর্ষণ হতে পারে। এখন দেখার বিষয়—কে হন ভাগ্যবান 'সাদা পাহাড়'-এর নতুন মালিক!

কেন্দুয়া উপজেলা প্রাণী সম্পদ অফিসের কামরুজ্জামান ও জহিরুল ইসলাম বলেন, কেন্দুয়া উপজেলায় এখন পর্যন্ত জানা মতে বুলবুল মিয়ার 'সাদা পাহাড়' গরুটিই সবচেয়ে বড়। কোরবানীর পশুর হাটে এটি আকর্ষনীয় হবে বলে আমরা মনে করছি।

Không có bình luận nào được tìm thấy