close

লাইক দিন পয়েন্ট জিতুন!

হালুয়াঘাটে বৈথেল বেতকুড়ি উচ্চ বিদ্যালয়ে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত..

Md Ubaydullah Rume avatar   
Md Ubaydullah Rume
তরিকুল্লাহ আশরাফী, হালুয়াঘাট:

হালুয়াঘাট উপজেলার ভূবনকুড়া ইউনিয়নেরবৈথেল বেতকুড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ নাজিম উদ্দিন বিএসসি এবং নৈশ প্রহরী প্রাণ কুমার রাকসামঅবসরজনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় হল রুমে আয়োজিত এই অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সভাপতি পাষ্টার প্রবীণ স্নালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হালুয়াঘাট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ সাইফুল ইসলাম,কবি ও সাহিত্যিক এনামুল হক মন্ডল, অত্র প্রতিষ্ঠানের সাবেক প্রধান শিক্ষক আশুতুষ রিছিল, বাগাইতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল জলিল, গারো ব্যাপটিস্ট কনভেনশন এর কেন্দ্রী সভাপতি পাস্টার তুষার দারিং ও সাধারণ সম্পাদক পাস্টার সুরঞ্জণ দিব্রা, ময়মনসিংহ জেলা স্কুলের জৈষ্ঠ শিক্ষক তাইজুল ইসলাম, সুনামগঞ্জ আব্দুল মজিদ কলেজের প্রভাষক কবির মিয়া, বরুয়াজানি হাসান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুজ্জামান, টাঙ্গাইল ড.আয়েশা রাজিয়া খন্দকার স্কুল এন্ড কলেজের প্রভাষক আমিরুল ইসলাম,নবাবপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনোয়ার হোসেন, সেইফ কেয়ার হাসপাতালের ম্যানিজিং ডিরেক্টর রফিক মিয়া প্রমূখ ।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মিসেস আঞ্জেলা কামার শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে বিদায়ী অতিথিদের ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রুবায়েত হুসেন রাজু। এসময় বক্তারাঅবসরজনিত বিদায়ী দুইজনের কর্মনিষ্ঠা, মানবিকতা ও শিক্ষাঙ্গনে তাঁদের অবদানের কথা গভীর শ্রদ্ধা ও আবেগের সঙ্গে স্মরণ করেন।

No comments found