close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

হালিমুন্নেছা চৌধুরানী বালিকা বিদ্যালয়ে রাস্তাঘাট ও নিরাপত্তা সংকট!..

Shazzadul Alam Khan  avatar   
Shazzadul Alam Khan
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে স্কুলে যাওয়ার রাস্তার অবস্থা বেহাল। মল্লিকবাড়ি রোডের লিংক রোডটিও খানাখন্দে ভরা। সবচেয়ে উদ্বেগজনক বিষয় অধিকাংশ শিক্ষার্থীকে নদী পেরিয়ে নৌকায় স্কুলে আসতে হয়। ছুটির পর নৌকায় ওঠা..

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকার হালিমুন্নেছা চৌধুরানী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় নারী শিক্ষার প্রসারে ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত হয় সাবেক সংসদ সদস্য মরহুম আমান উল্লাহ চৌধুরীর উদ্যোগে। বিদ্যালয়ের জমি দান করেন মল্লিকবাড়ি ইউনিয়নের পাঁচবারের নির্বাচিত চেয়ারম্যান মরহুম হাবিব উল্লাহ চৌধুরী। সবুজ পরিবেশে ঘেরা এই শিক্ষাপ্রতিষ্ঠানে বর্তমানে প্রায় ১২০০ শিক্ষার্থী অধ্যয়ন করছে, যা জেলার এক শিফটের বালিকা বিদ্যালয়ের মধ্যে অনন্য।

তবে এ বিদ্যালয়ে যাতায়াত এখন বড় চ্যালেঞ্জ। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে স্কুলে যাওয়ার রাস্তার অবস্থা বেহাল। মল্লিকবাড়ি রোডের লিংক রোডটিও খানাখন্দে ভরা। সবচেয়ে উদ্বেগজনক বিষয় অধিকাংশ শিক্ষার্থীকে নদী পেরিয়ে নৌকায় স্কুলে আসতে হয়। ছুটির পর নৌকায় ওঠার সময় শিক্ষার্থীদের মধ্যে আগে ওঠার প্রতিযোগিতা ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করে। এ সময় ধামশুর ও মামারিশপুর এলাকার সাধারণ যাত্রীদের ভিড়ও থাকে। এতে দুর্ঘটনার ঝুঁকি সবসময়ই বিরাজমান।

বিদ্যালয়ের শিক্ষক-অভিভাবকরা বলছেন, নদী পারাপারের স্থানে একটি ফুট ব্রিজ হলে এই সংকট অনেকটাই কাটতো। একই সঙ্গে স্কুলের গেইটের সামনে দুটি স্পিড ব্রেকার স্থাপনের দাবি জানিয়েছেন তারা।

প্রধান শিক্ষক আনোয়ারা নীনা বলেন, “আমরা শিক্ষকরা প্রতিদিন আতঙ্কে থাকি। ফুট ব্রিজ আর স্পিড ব্রেকার হলে শিক্ষার্থী, অভিভাবক সবাই অনেকটা নিশ্চিন্ত হতেন।” তিনি দ্রুত সমস্যার সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।

স্থানীয়রা জানান, রাস্তাঘাট ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত হলে শুধু শিক্ষার্থীরাই নয়, মল্লিকবাড়ি এলাকার সাধারণ মানুষও উপকৃত হবেন।

Inga kommentarer hittades