close

লাইক দিন পয়েন্ট জিতুন!

হাজারীহাট হাইস্কুল এন্ড বিএম কলেজে এইচএসসি (বিএমটি) ২০২৫ ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত..

Abdullah al Mamun avatar   
Abdullah al Mamun
আবদুল্লাহ আল মামুন  ঃ কোম্পানীগঞ্জ (নোয়াখালী), ২৩ জুন ২০২৫:

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হাজারীহাট হাইস্কুল এন্ড বিএম কলেজে অনুষ্ঠিত হয়েছে এইচএসসি (বিএমটি) ২০২৫ ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। প্রতিষ্ঠিত ১লা জানুয়ারি ১৯৮৮ সালে, প্রায় ৩৭ বছরের পথচলায় শিক্ষার মান উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখা এই প্রতিষ্ঠানটি প্রতিবারের মতো এবারও আয়োজন করে এক আবেগঘন বিদায় অনুষ্ঠান।

সোমবার সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে ধর্মীয় পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পবিত্র কোরআন তেলাওয়াত ও হিন্দু ধর্মগ্রন্থ গীতা পাঠের মাধ্যমে শুরু হওয়া আয়োজনে বিদায়ী শিক্ষার্থীদের সম্মানে তৈরি হয় এক হৃদয়ছোঁয়া পরিবেশ।
সহকারী অধ্যাপক জিল্লুর রহমান টিপুর সঞ্চালনায় 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ সাদী ভূঁইয়া বাবু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কোম্পানীগঞ্জ উপজেলা আমির ও শিক্ষাবিদ অধ্যক্ষ বেলায়েত হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবিরহাট পৌর বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু, কোম্পানীগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুল মান্নান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ বেলায়েত হোসেন, উপজেলা জামায়াত কর্ম পরিষদের সদস্য মাওলানা শাহজাহান, চরহাজারী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নূরনবী বাবুল এবং সাবেক সেক্রেটারি আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্থানীয় জনপ্রতিনিধি, আব্দুল্লাহ আল মামুনসহ  সাবেক ছাত্র, অভিভাবক এবং কলেজের শিক্ষকবৃন্দ।
বক্তারা শিক্ষার্থীদের প্রতি দেশপ্রেম, মানবিকতা ও নৈতিক মূল্যবোধে উজ্জীবিত হয়ে একটি সুশৃঙ্খল ও গঠনমূলক ভবিষ্যৎ গড়ার আহ্বান জানান।

বিদায়ী শিক্ষার্থীদের সম্মানে মানপত্র পাঠ করা হয় এবং এক্স-স্টুডেন্ট অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে দেওয়া হয় সম্মাননা ও উপহার সামগ্রী।
অনুষ্ঠানের শেষ পর্বে সকল ছাত্র-ছাত্রীদের মঙ্গল কামনায় অনুষ্ঠিত হয় বিশেষ মোনাজাত ও দোয়া।

অনুষ্ঠানটি ছিলো আবেগ, ভালোবাসা এবং স্মৃতিতে ভরা এক মহামিলন, যা দীর্ঘদিন বিদায়ী ব্যাচের শিক্ষার্থীদের হৃদয়ে স্থান করে নেবে।

Комментариев нет