close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

হাজাছড়ায় পরিবেশবান্ধব মৎস্য পোনা অবমুক্ত করলো বিজিবি

Md Jakir Hossain avatar   
Md Jakir Hossain
রাঙ্গামাটির বাঘাইছড়িতে "মৎস্য সপ্তাহ-২০২৫" উপলক্ষে বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) এর উদ্যোগে মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচি পালিত হয়েছে।..

আজ মঙ্গলবার বাঘাইছড়ি উপজেলার হাজাছড়া এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে রুই, কাতল ও মৃগেলসহ বিভিন্ন প্রজাতির প্রায় ২০০০টি মাছের পোনা অবমুক্ত করা হয়।

কর্মসূচির উদ্বোধন করেন বাঘাইহাট ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নোমান আল ফারুক, পদাতিক। এ সময় ব্যাটালিয়নের কোয়ার্টার মাস্টার ও সহকারী পরিচালক মোঃ কামাল হোসেন শেখসহ অন্যান্য জুনিয়র কর্মকর্তা ও বিভিন্ন পদবির বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর পক্ষ থেকে দেশব্যাপী আয়োজিত “মৎস্য সপ্তাহ-২০২৫” উদযাপনের অংশ হিসেবে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

বিজিবির এ ধরনের পরিবেশবান্ধব ও সামাজিক উদ্যোগ স্থানীয় জনগণের মাঝে প্রশংসিত হয়েছে। এতে করে বিজিবি ও বেসামরিক জনগণের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

No comments found