close

লাইক দিন পয়েন্ট জিতুন!

হাইড্রোলিক হর্ণ বাজিয়ে শব্দদূষণ করায় ৫টি যাত্রীবাহী বাসকে মোবাইল কোর্টে জরিমানা..

Sujat Molla avatar   
Sujat Molla
হাইড্রোলিক হর্ণ বাজিয়ে শব্দদূষণ করায় ৫টি যাত্রীবাহী বাসকে মোবাইল কোর্টে জরিমানা..

আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে গতকাল ৩০শে এপ্রিল সকালে রাজবাড়ী জেলায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে বিভিন্ন পরিবহনে অননুমোদিত মাত্রার হাইড্রোলিক হর্ণ ব্যবহার করে শব্দদূষণ করায় ৫টি যাত্রীবাহী বাস চালককে মোবাইল কোর্টে সাড়ে ৯হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অংকন পাল। প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ ইমরান হোসেন।

 পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে দেশব্যাপী একযোগে মোবাইল কোর্ট কার্যক্রম পরিচালনা করা হয়। অভিযানে রাজবাড়ী জেলায় বিভিন্ন পরিবহনে অননুমোদিত মাত্রার হাইড্রোলিক হর্ণ ব্যবহার করে শব্দদূষণ করায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৫টি বাসের চালককে সাড়ে ৯হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ১০টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়। অভিযানকালে শব্দদূষণ নিয়ন্ত্রণে বিভিন্নরকম স্টিকার ও লিফলেট বিতরণ করা হয়।

 পরিবেশ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ হারুন-অর-রশীদ বলেন, শব্দ দূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 অভিযানে পরিবেশ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ হারুন-অর-রশীদসহ জেলা প্রশাসনের কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ সময় জেলা পুলিশের একটি দল মোবাইল কোর্টের আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করেন।

Комментариев нет