গ্রামের ঐতিহ্যবাহী কুস্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত ধীতপুরে
ধীতপুর, কলমাকান্দা (নেত্রকোনা) | S.S.C 2018
নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের ধীতপুর গ্রামে আজ অনুষ্ঠিত হলো এক জমজমাট কুস্তি প্রতিযোগিতা। S.S.C 2018-এর আয়োজনে গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্য পুনরুজ্জীবনের অংশ হিসেবে আয়োজিত এ প্রতিযোগিতা দেখতে ভিড় জমায় আশপাশের কয়েকটি গ্রামের শত শত ক্রীড়ামোদী দর্শক।
প্রতিযোগিতায় অংশ নেয় স্থানীয় ও পার্শ্ববর্তী এলাকার ২০ জন কুস্তিগীর। দিনব্যাপী প্রতিযোগিতার ফাইনালে ধীতপুরেরই রফিক মিয়া জয়ী হন, তিনি স্থানীয়ভাবে পরিচিত একজন অভিজ্ঞ কুস্তিগীর।
স্থানীয় মুরুব্বিরা জানান, “এ ধরনের আয়োজন গ্রামের যুবকদের শরীরচর্চা ও ঐতিহ্য ধরে রাখতে উৎসাহ দেয়।” আয়োজক কমিটির পক্ষে রফিকুল ইসলাম জানান, “আমরা চাই প্রতিবছর এ ধরনের আয়োজন হোক যাতে নতুন প্রজন্ম খেলাধুলার প্রতি আগ্রহী হয়।”
অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং স্থানীয় সাংস্কৃতিক দল পরিবেশন করে গ্রামীণ গান ও নৃত্য।