close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

গৌরীপুরে বন্ধুত্ব, বিদায় ও শুভকামনার অনন্য সন্ধ্যা

এইচ,এম,এ ভূঁইয়া avatar   
এইচ,এম,এ ভূঁইয়া
কুমিল্লা জেলার দাউদকান্দি থানার গৌরীপুর ইউনিয়ন যুবদলের সভাপতি পদপ্রার্থী মাসুদ আলম সরকার (মাসুম)-এর উদ্যোগে অনুষ্ঠিত হলো এক আবেগঘন বিদায়-সন্ধ্যা।....

কুমিল্লা জেলার দাউদকান্দি থানার গৌরীপুর ইউনিয়ন যুবদলের সভাপতি পদপ্রার্থী মাসুদ আলম সরকার (মাসুম)-এর উদ্যোগে অনুষ্ঠিত হলো এক আবেগঘন বিদায়-সন্ধ্যা।

স্থান ছিল সুফি কিচেন রেস্টুরেন্ট। আয়োজনটি ছিল শুধু একটি সাধারণ ট্রিট নয়, বরং বন্ধুত্ব, স্মৃতি আর শুভকামনার এক অনন্য মিলনমেলা।

মিজান মোল্লা,আনু হোসেন ও সোহাগ তিনজন প্রিয় বন্ধুর প্রবাসে (বিদেশে) যাত্রাকে কেন্দ্র করে আয়োজনটিতে ছিল হাসি, গল্প, আবেগ আর ভালোবাসার অগণিত মুহূর্ত। বন্ধুত্বের অটুট বন্ধন যেন প্রত্যেক কথায়, প্রত্যেক হাসিতে ধরা দিয়েছে।

মাসুম সরকার তার আন্তরিকতা ভালবাসার  নেতৃত্ব দিয়ে এই বিদায়-আয়োজনকে রূপ দিয়েছেন অনুকরণীয় এক দৃষ্টান্তে। তিনি বলেন, “বন্ধুরা, তোমাদের পথযাত্রা হোক আলোকময়, নিরাপদ ও সাফল্যমণ্ডিত। আমরা অপেক্ষায় থাকবো তোমাদের গল্পের, তোমাদের ফিরে আসার।”
এসময় উপস্থিত ছিলেন গৌরীপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোহন সরকার,আলমগীর সুমন,সহ বন্ধু মহলের আরো অনেকে।

আয়োজনের কিছু মুহূর্ত ধরা পড়েছে ক্যামেরায়, আর কিছু থেকে যাবে প্রিয় বন্ধুদের হৃদয়ে—চিরস্মরণীয় হয়ে।

Hiçbir yorum bulunamadı