গোপালগঞ্জের এ্যাড. কাজী মেজবাহ উদ্দিন আর নেই

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা avatar   
গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ও সভাপতি, আনিকা ডায়াগনস্টিক সেন্টারের স্বত্বাধিকারী, গোপালগঞ্জ প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির সভাপতি, সরকারি বঙ্গবন্ধু কলেজের সাবেক ভিপি, সিনি..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার: 

গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ও সভাপতি, আনিকা ডায়াগনস্টিক সেন্টারের স্বত্বাধিকারী, গোপালগঞ্জ প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির সভাপতি, সরকারি বঙ্গবন্ধু কলেজের সাবেক ভিপি, সিনিয়র এ্যাড. কাজী মেজবাহ উদ্দিন খোকন আর নেই।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার (৭ জুন '২৫) সন্ধ্যা ৭.৪৫ মিনিটের সময় তিনি ব্যাংকপাড়াস্থ হিরাবাড়ী রোডে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ডায়বেটিস সহ অন্যান্য রোগের দীর্ঘদিন যাবত ভুগতেছিলেন। মরহুমের নামাজে জানাজা আজ রোববার (৮ জুন) জোহরবাদ গোপালগঞ্জ কোর্ট জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। বিষয়টি মরহুমের পরিবার থেকে নিশ্চিত করা হয়েছে। সকল ধর্মপ্রাণ মুসল্লিদেরকে উক্ত নামাজে জানা যায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন তার পরিবার।

এদিকে সদ্যপ্রয়াত এ্যাড. কাজী মেজবাহ উদ্দিন খোকনের অকাল মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন গোপালগঞ্জ বিচার বিভাগ, শোক জানিয়েছেন বিএমএ গোপালগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ হুমায়ুন কবির, গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির পক্ষে সভাপতি এ্যাড. এম এমন নাসির আহমেদ ও সাধারণ সম্পাদক এম জুলকার রহমান, গোপালগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি কাজী জিন্নাত আলী, প্রেসক্লাব গোপালগঞ্জের সাংগঠনিক সচিব, গণমাধ্যমকর্মী কে এম সাইফুর রহমান সহ অসংখ্য শুভাকাঙ্ক্ষীরা।

Keine Kommentare gefunden