close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

গোপালগঞ্জে থানায় ককটেল হামলায় ৩ পুলিশ আহত

M Obaydullah Al Mahmudi avatar   
M Obaydullah Al Mahmudi
গোপালগঞ্জের কোটালীপাড়া থানায় সোমবার রাত সাড়ে ১০টার দিকে দুষ্কৃতিকারীদের নিক্ষেপ করা ককটেল বিস্ফোরণে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।..

গোপালগঞ্জের কোটালীপাড়া থানায় সোমবার রাত সাড়ে ১০টার দিকে দুষ্কৃতিকারীদের নিক্ষেপ করা ককটেল বিস্ফোরণে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।

 

আহতরা হলেন, কনস্টেবল আইরিন নাহার (৩১), আরিফ হোসেন (৩৩) ও নজরুল ইসলাম (৫২)। তারা কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডা. কুমার মৃদুল দাস বলেন, থানায় দায়িত্বরত অবস্থায় ককটেল নিক্ষেপে তারা আহত হন। তাদের শরীরে স্পিন্টারের আঘাত ছিল। তবে সেগুলো গুরুতর না হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

 

কোটালীপাড়া থানার ওসি খন্দকার হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আহতরা জানান, থানায় ডিউটিরত অবস্থায় ককটেল বিস্ফোরণে তাদের শরীরে স্প্লিন্টারের আঘাত লেগেছে, তবে তা মারাত্মক নয়।

 

কোটালীপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মামুন জানান, ককটেল নিক্ষেপের ঘটনা শুধু থানায় নয়, উপজেলা পরিষদেও ঘটেছে। পুলিশ এগুলো উদ্ধার করেছে এবং তদন্ত শুরু হয়েছে। থানায় একটি ও উপজেলা পরিষদে দুইটি ককটেল নিক্ষেপ করা হয়েছে।

Hiçbir yorum bulunamadı


News Card Generator