close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে নরসিংদীতে উত্তাল ছাত্র জনতা, তাহমিদ চত্বরে অবরোধ..

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
গোপালগঞ্জে হামলার প্রতিবাদে নরসিংদীতে উত্তাল ছাত্র জনতা, তাহমিদ চত্বরে অবরোধ..

রিপোর্ট মেহেদী হাসান: গোপালগঞ্জে NCP নেতাদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ফুঁসে উঠেছে নরসিংদীর ছাত্র জনতা। বুধবার (১৬ জুলাই) দুপুরে শহরের ব্যস্ত তাহমিদ চত্বরে (জেলখানা মোড়) হাজারো ছাত্র ও গণমানুষের বিক্ষোভে থমকে যায় যান চলাচল। চারদিক থেকে মিছিল এসে একত্রিত হয় মোড়ে, মুহুর্মুহু স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা।

বিক্ষুব্ধ ছাত্রদের দাবি, “গণতন্ত্রে বিশ্বাসী একটি শান্তিপূর্ণ সংগঠনের নেতাদের রক্ত ঝরানো মানেই স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকারকে পদদলিত করা। এর জবাব রাস্তাতেই দিতে হবে।”

তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন—“এই আন্দোলন কোনো দলীয় নয়, এটি মানুষের অধিকার রক্ষার লড়াই।”

অবরোধের ফলে কিছু সময়ের জন্য শহরের যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে সতর্ক অবস্থানে ছিল। শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

Aucun commentaire trouvé