close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

গোপালগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অতিরিক্ত ভাড়া আদায়ে জরিমানা..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার: avatar   
শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার:
গোপালগঞ্জে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় অতিরিক্ত ভাড়া আদায়ে জরিমানা ও অর্থদণ্ড দেওয়া হয়েছে..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার:

গোপালগঞ্জ পৌরসভাধীন পুলিশ লাইন মোড় ও বেদগ্রাম সংলগ্ন ঢাকা- খুলনা মহাসড়কে আজ শুক্রবার (০৬ জুন '২৫) ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।

এ সময় ড্রাইভিং লাইসেন্স বিহীন মোটরসাইকেল চালনা এবং যাত্রীদের নিকট থেকে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে *সড়ক পরিবহন আইন, ২০১৮* এর অধীনে ০৩টি মামলায় মোট পাঁচ হাজার (৫,০০০/=) টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং ০২টি বাসের যাত্রীদের নিকট থেকে নেওয়া অতিরিক্ত ২৫,০০০ টাকা ভাড়া যাত্রীদের ফেরত প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাসেল মুন্সী। 

এ সময় বিআরটিএ'র কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা ও সদস্যগণ উপস্থিত ছিলেন। পবিত্র ঈদুল আযহা উদযাপন উপলক্ষে গোপালগঞ্জে যানযট মুক্ত নিরাপদ সড়ক নিশ্চিতের লক্ষ্যে এবং যাত্রীদের ঈদ যাত্রা শান্তিপূর্ণ ও নিরাপদ রাখতে সেই সাথে যাত্রীদের নিকট থেকে কেউ যেন নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে তা প্রতিহত করতে গোপালগঞ্জ জেলা প্রশাসকের দিকনির্দেশনায় এ অভিযান চলমান থাকবে বলে জানা গেছে।

کوئی تبصرہ نہیں ملا


News Card Generator