close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

গোপালগঞ্জে ৩ পিস লুঙ্গি বিক্রি করে প্রমোশন পেলেন প্রণ-আরএফএল কোম্পানির কর্মী..

Md Mamun Molla avatar   
Md Mamun Molla
****

 


গোপালগঞ্জে ৩ পিস লুঙ্গি বিক্রি করে প্রমোশন পেলেন প্রণ-আরএফএল কোম্পানির কর্মী

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ
গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানায় দায়িত্ব পালনকারী প্রণ-আরএফএল গ্রুপের উইনার ব্র্যান্ড এর সেলসকর্মী মোঃ মাসুদ রেজা মাত্র ৩ পিস লুঙ্গি বিক্রি করে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ‘উইনার চ্যালেঞ্জ’ প্রতিযোগিতায় প্রমোশন অর্জন করেছেন। প্রতিষ্ঠানটির স্থানীয় কর্মকর্তারা এ সাফল্যকে ব্যতিক্রমী অর্জন হিসেবে উল্লেখ করেছেন।

জানা যায়, বিভিন্ন পণ্যসহ কোম্পানির লুঙ্গি সেগমেন্টে নির্দিষ্ট সময়ের মধ্যে বিক্রয়ের লক্ষ্য পূরণ করায় মাসুদ রেজাকে এই স্বীকৃতি দেওয়া হয়। মাঠপর্যায়ে কঠোর পরিশ্রম, গ্রাহকের সঙ্গে যোগাযোগ দক্ষতা ও বিক্রয় কৌশলে দক্ষতার কারণেই তিনি এ সফলতা অর্জন করেন বলে জানিয়েছেন সহকর্মীরা।

এ বিষয়ে মোঃ মাসুদ রেজা বলেন, “পরিশ্রম করলে সুযোগ আসে। কোম্পানির প্রতি আস্থা ও গ্রাহকের প্রতি আন্তরিকতা থেকেই এই অর্জন সম্ভব হয়েছে।”

কোম্পানির স্থানীয় সুপারভাইজার জানান, নিয়মিত পারফরম্যান্স, সময়মতো রিপোর্টিং এবং লক্ষ্যমাত্রা অর্জনের কারণে তাকে সম্মাননা ও প্রমোশন দেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধারা বজায় থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।


 

نظری یافت نشد


News Card Generator