রিপোর্টারস প্রতিবেদক | গোপালগঞ্জ:** দীর্ঘ ৩৭ বছরের রাজনৈতিক সংগ্রাম, মামলা-হামলা ও নির্যাতনের বিরুদ্ধে সংগ্রাম করে রাজপথে পরীক্ষিত নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক **সেলিমুজ্জামান সেলিম**
গোপালগঞ্জ-১ (কাশিয়ানী-মুকসুদপুর) আসনে ধানের শীষের শক্তিশালী কান্ডারি হিসেবে তাঁকেই দেখতে চান সাধারণ জনগণ।
তাদের মতে, যিনি রাজনীতিকে চাকরি হিসেবে নেননি, বরং জনগণের জন্য জীবন দিয়েছেন, তিনিই আমাদের প্রকৃত প্রতিনিধি। আন্দোলনের সময় যিনি সবার আগে মাঠে নামেন, দমন-পীড়নের সময় যিনি এক পা পেছায় না—তাঁর মতো নেতাই আমাদের প্রয়োজন।
সাধারণ মানুষের বিশ্বাস,দলের দুঃসময়ে যিনি মাঠে থেকেছেন, তিনি-ই হতে পারেন তৃণমূলের একমাত্র প্রতিনিধি। “তিনি শুধু রাজনৈতিক নেতা নন, বরং মানুষের কণ্ঠস্বর ও কর্মীদের আশ্রয়। তার বিকল্প নেই।”
প্রায় চার দশকের রাজনৈতিক অভিজ্ঞতা, এলাকার প্রতিটি ইউনিয়নের সাথে সরাসরি সম্পৃক্ততা এবং মানবিক আচরণ তাঁকে অন্যদের থেকে আলাদা করেছে। তাই সাধারণ জনগণের প্রত্যাশা, সেলিমুজ্জামান সেলিমই হোন গোপালগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী।
close
ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!
গোপালগঞ্জ -১ আসনে ধানের শীষের কান্ডারী হিসেবে সেলিমুজ্জামান সেলিমকেই দেখতে চান সাধারণ জনগণ..
Nenhum comentário encontrado



















