close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

গোমস্তাপুরে পুকুরে ডুবে গৃহবধূর মৃত্যু

Journalist Tuhin avatar   
Journalist Tuhin
মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পুকুরে ডুবে শ্রীমতি (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের কৃষ্ণপুর (খেজুরবোনা) গ্রামের মৃত মাংরার মেয়ে।

 

আজ বুধবার ( ১১ জুন) দুপুর ১ টার দিকে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের খেজুরবোনা গ্রামে এই ঘটনা ঘটে।মৃত শ্রীমতি বাড়ির সকল কাজকর্ম শেষ করে পুকুরে হাত ধুতে গিয়ে পানিতে ডুবে যায় ।পরে পরিবারের সদস্যরা তাকে দেখতে পেয়ে উদ্ধার করে বাসায় নিয়ে এসে দেখে তিনি মারা গেছেন ।পরিবার সূত্রে জানা যায় দীর্ঘদিন যাবত মৃগি রোগে আক্রান্ত ছিল এর আগেও এরকম ঘটনা ঘটেছে বলে জানান তারা I

 

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন জানান, মৃত ব্যক্তির পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি( ইউডি) মামলা প্রক্রিয়াধীন।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator