প্রেস বিজ্ঞপ্তি
২৫ই এপ্রিল ২০২৫
গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল চট্টগ্রাম জেলার দ্বিতীয় কাউন্সিল ও কমিটি পরিচিতি সভা অনুষ্ঠিত।
শিক্ষা,গণতন্ত্র ও প্রগতির স্লোগান নিয়ে গত ০২/০৩/২৫ ইং তারিখ সকাল ১১টায় দোস্ত বিল্ডিং, ৫ম তলায় সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত কাউন্সিলের মধ্য দিয়ে ১৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছিল।
২০১০ এর শিক্ষানীতি বাতিল করে গণতান্ত্রিকভাবে নতুন শিক্ষা কমিশন গঠন কর,শিক্ষাখাতে ২৫% বাজেট বরাদ্দ কর, গণতান্ত্রিক ক্যাম্পাসের লক্ষ্যে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন দাও,মব সন্ত্রাস ও মোরাল পুলিশিং বন্ধ কর,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৯শিক্ষার্থীর বিরুদ্ধে বহিষ্কার আদেশ প্রত্যাহার করতে হবে,চট্টগ্রামে সরকারী উদ্যোগে নতুন স্কুল ও কলেজ নির্মাণ কর, পাহাড়ে সেনাশাসন প্রত্যাহার কর-এই দাবিগুলোকে সামনে রেখে আজ ২৫.০৪.২৫ইং ,শুক্রবার বিকাল ৩.৩০টায় গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল চট্টগ্রাম জেলার কমিটি পরিচিতি সভা অনুষ্ঠিত হয় ষোলশহর রেলস্টেশন প্রাঙ্গনে।চট্টগ্রাম জেলা আহ্বায়ক এ্যানি চৌধুরীর সভাপতিত্ব ও সদস্য ধ্রুব বড়ুয়া পরিচালনায় উক্ত সভায় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুজয় বিশ্বাস শুভ , সেন্ট প্লাসিডস্ স্কূল এন্ড কলেজের শিক্ষক প্রবাল মজুমদার।সভায় বক্তব্য রাখেন-গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল চট্টগ্রাম নগর সংগঠক ফারহান দাউদ,বাঁশখালী উপজেলার সংগঠক জিতু কর্মকার,গার্মেন্টস ওয়ার্কার্স ইউনিউনের সংগঠক মো: রুবেল।
গোটা দেশজুড়ে শেখ হাসিনার চরম বৈষম্য,শোষণ ও দুঃশাসনের মধ্যে ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে লড়াইয়ের দৃঢ় প্রত্যয় নিয়ে ২০২১ সালে আমাদের সংগঠনের নতুন স্বপ্ন, সংগ্রামের লক্ষ্যে যাত্রা শুরু হয়েছিল৷ গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল তার প্রতিষ্ঠালগ্ন থেকেই শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়, শিক্ষার গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত ও সামগ্রিকভাবে রাষ্ট্রীয় ফ্যাসিবাদ, বাকস্বাধীনতা হরণ ও জাতীয় সম্পদ ধ্বংসের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার চেষ্টা করছে৷ সাম্প্রতিক সময়ে চট্টগ্রামে কোটা বৈষম্য বাতিলের দাবিতে আন্দোলন,শেখ হাসিনার পতনের আন্দোলন,চবিতে নারী নিপীড়ন বিরোধী আন্দোলন,ফারমিন গার্মেন্টসের শ্রমিকদের বকেয়া বেতন আদায়,সেন্ট স্কলাসটিকা স্কুলের শিক্ষার্থী নিপীড়নের প্রতিবাদ,পাহাড়ে নিপীড়ন বন্ধের আন্দোলনসহ বিভিন্ন আন্দোলনে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল চট্টগ্রাম জেলা শাখা ভূমিকা রাখার চেষ্টা করছে৷ এই আন্দোলনে আমাদের নেতা কর্মীদের উপর নেমে এসেছে নানা বাধা বিপত্তি ও আক্রমণ।
কিন্তু আমরা মনে করি কোন বাধা বিপত্তিই এই নৈতিক লড়াইকে থামিয়ে দিতে পারবে না৷ গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলে চট্টগ্রাম জেলার নতুন নেতৃত্ব একই সাথে ছাত্র আন্দোলনের জোয়ার তৈরি করবেন আবার সেই গণসংগ্রামকে শ্রেণীসংগ্রামের মোহনায় মিলিত করে শোষিত নিপিড়ীত শ্রমজীবি মানুষের পাশে দাঁড়াবেন। আমরা সেই প্রত্যয় ব্যক্ত করছি৷
বক্তব্য শেষে সর্বসম্মতিক্রমে নির্বাচিত গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল চট্টগ্রাম জেলা কমিটি ঘোষণা করা হয়।
সভাপতি: ধ্রুব বড়ুয়া
সহ সভাপতি: মোহাম্মদ ফারহান দাউদ
সাধারন সম্পাদক: শ্রীকান্ত বিশ্বাস
সাংগঠনিক সম্পাদক: জিতু কর্মকার
দপ্তর সম্পাদক: এমদাদ উল্লাহ সাকিব
অর্থ সম্পাদক: সুদীপ্ত গুহ
প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক: হৃদয় বড়ুয়া
স্কুল বিষয়ক সম্পাদক: বিপ্লব দে
স্দস্য: শয়ন রুদ্র
বিশ্বনাথ রুদ্র
দেবরাজ দেব
সৌরভ রুদ্র
রূপকথা অরোরা
বার্তা প্রেরক
এমদাদ উল্লাহ সাকিব
দপ্তর সম্পাদক, চট্টগ্রাম জেলা
গনতান্ত্রিক ছাত্র কাউন্সিল