গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে নরসিংদীতে জামায়াতের দোয়া মাহফিল ও আলোচনা সভা..

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে নরসিংদীতে জামায়াতের দোয়া মাহফিল ও আলোচনা সভা..

রিপোর্ট মেহেদী হাসান: জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ, আহত ও পঙ্গুদের স্মরণে নরসিংদীতে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী, নরসিংদী জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার (১ জুলাই) বিকেলে নরসিংদী প্রেসক্লাব মিলনায়তনে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আমীর মাওলানা মোছলেহুদ্দীন। তিনি বলেন, “গণঅভ্যুত্থানের ইতিহাস আমাদের গণতান্ত্রিক চেতনার বাতিঘর। শহীদদের আত্মত্যাগ জাতিকে এগিয়ে যাওয়ার প্রেরণা দিয়েছে। তাদের রক্ত কোনোভাবেই বৃথা যেতে পারে না।”

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক মকবুল হোসেন। তিনি বলেন, “আমরা জনগণের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ গণআন্দোলন করে যাচ্ছি। শহীদদের ত্যাগ আমাদের সেই পথেই এগিয়ে যাওয়ার শক্তি যোগায়।”

সভায় সভাপতিত্ব করেন সদর থানা আমীর মাহফুজ ভূঁইয়া এবং সঞ্চালনায় ছিলেন সদর সেক্রেটারি মো. ইলিয়াসুজ্জামান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—

১. মো. ইব্রাহিম ভূঁইয়া, জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য ও নরসিংদী-১ আসনের সম্ভাব্য প্রার্থী
২. আজিজুর রহমান, আমীর, জামায়াতে ইসলামী নরসিংদী শহর
আমিরুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য
৩. রুহুল আমিন, সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, নরসিংদী জেলা
৪. অধ্যাপক মকবুল হোসাইন, সহ-সেক্রেটারি, জামায়াতে ইসলামী নরসিংদী জেলা
৫. মাওলানা মহিউদ্দিন, সহ-সেক্রেটারি, নরসিংদী সদর উপজেলা
৬. বশির উদ্দিন, আমীর, চিনিশপুর ইউনিয়ন
৭. হাসিবুর রহমান অনিক, পরিচালক, নরসিংদী উদয়ন কলেজ

বক্তারা বলেন, আজকের প্রজন্মকে শহীদদের ত্যাগ ও আদর্শ ধারণ করে নতুন বাংলাদেশ গড়ার দায়িত্ব নিতে হবে। তারা আরও বলেন, স্মরণ নয়—আমাদের করণীয় হলো শহীদদের স্বপ্ন বাস্তবায়নে নিরলস কাজ করে যাওয়া।

আলোচনা শেষে শহীদদের রুহের মাগফিরাত, আহতদের সুস্থতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া পরিচালনা করা হয়।

সভায় জানানো হয়, ১ জুন থেকে ৮ আগস্ট পর্যন্ত বাংলাদেশ জামায়াতে ইসলামী সারা দেশে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে কর্মসূচির ধারাবাহিক আয়োজন করেছে। এর মধ্যে রয়েছে—

★ ১ জুলাই: শহীদদের স্মরণে দেশব্যাপী দোয়া মাহফিল
★ ২-৪ জুলাই: অসহায় ও এতিমদের মাঝে খাবার বিতরণ
★ ৮-১০ জুলাই: শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময়
★ ১৬ জুলাই: শহীদ আবু সাঈদ স্মরণে আলোচনা সভা (রংপুর)
★ ১৯ জুলাই: জাতীয় সমাবেশ (সোহরাওয়ার্দী উদ্যান)
★ ২০-২৪ জুলাই: গণঅভ্যুত্থান নিয়ে সেমিনার ও সিম্পোজিয়াম
★ ২৫-২৮ জুলাই: ডকুমেন্টারি ও সাংস্কৃতিক আয়োজন
★ ২৯-৩০ জুলাই: মহিলা ও ছাত্রীদের উদ্যোগে আলোচনা সভা
★ ১ আগস্ট: শহীদ স্মারকের ইংরেজি ও আরবি অনুবাদের মোড়ক উন্মোচন
★ ১-৩ আগস্ট: ছাত্রদের উদ্যোগে আলোকচিত্র প্রদর্শনী
★ ৫ আগস্ট: দেশব্যাপী গণমিছিল
★ ৬-৮ আগস্ট: সাংবাদিক, চিকিৎসক, আইনজীবী ও পেশাজীবীদের উদ্যোগে আলোচনা

 

Không có bình luận nào được tìm thấy