গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর গলাচিপা উপজেলার তেতুলিয়া নদীতে সোমবার (২০ অক্টোবর) বিকেল ০৪.০০ টার দিকে উপজেলা প্রশাসনের অভিযানে ১১ হাজার মিটার অবৈধ জাল জব্দসহ ১১ জন জেলেকে আটক করা হয়েছে।
অভিযানটি পরিচালনা করেন গলাচিপা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম। অভিযানে সহযোগিতা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী, থানা পুলিশ ও কোস্টগার্ড সদস্যরা।
অভিযানে আটক ১১ জেলের মধ্যে চারজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাত দিনের কারাদণ্ড, একজনকে ১০ হাজার টাকা জরিমানা, দুইজনকে নিয়মিত আদালতে প্রেরণ এবং চারজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেখা নিয়ে ছেড়ে দেওয়া হয়।জানা যায় জেলেরা সবগুলো রংগোপাল্দি ইউনিয়নের বাসিন্দা।
জব্দ করা ১১ হাজার মিটার অবৈধ জাল পরবর্তীতে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং উদ্ধার করা ১০ কেজি মাছ উলানিয়া রহমানিয়া হাফেজিয়া মাদ্রাসায় দেওয়া হয়
অভিযান চলাকালে জেলেরা ইট-পাথর নিক্ষেপ করলে পুলিশ ও কোস্টগার্ড দৃঢ় অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মা ইলিশ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।