close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

ঘুমের ওষুধ খাইয়ে ত'রু'ণীকে ধ'র্ষ'ণ, র‍্যাবের অভি'যানে খা'লু গ্রে'প্তা'র..

Nahid Hasan avatar   
Nahid Hasan
****

 

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে জুসের সাথে ঘুমের ওষুধ খাইয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে একমাত্র আসামিকে ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার করেছে র‍্যাব-৯।

র‍্যাব সূত্রে জানা যায়, ভিকটিম মাধবপুর থানার মোড়াপাড়া এলাকার বাসিন্দা। অভিযুক্ত জাবেদ মিয়া (৫৫) ভিকটিমের খালু হওয়ায় নিয়মিত তাদের বাড়িতে যাতায়াত করতেন। গত ১৯ অক্টোবর রাতে ভিকটিমের বাড়িতে এসে থাকার কথা জানিয়ে তিনি পাশে থাকা কক্ষে অবস্থান নেন। পরবর্তীতে তিনি জুসের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে ভিকটিম ও তার বড় বোনকে খাওয়ালে তারা অজ্ঞান হয়ে পড়েন।

পরদিন সকালে পাশের বাসার লোকজন ডাকার পর বড় বোন জ্ঞান ফিরে ছোট বোনকে অচেতন অবস্থায় দেখতে পান। পরে জিজ্ঞাসাবাদে ভিকটিম জানায়, অচেতন অবস্থায় থাকা অবস্থায় তার খালু জাবেদ মিয়া তাকে ধর্ষণ করে পালিয়ে যান।

ঘটনার পর ভিকটিমের বাবা বাদী হয়ে মাধবপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার পর র‍্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোপন সংবাদের ভিত্তিতে গত ২৫ অক্টোবর রাতে মাধবপুরের নোয়াপাড়া বাজার এলাকা থেকে আসামি জাবেদ মিয়াকে গ্রেপ্তার করে।

র‍্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের অভিযানিক দল এই অভিযান পরিচালনা করে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃতকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ বলেন, “ঘটনার পরপরই র‍্যাব দ্রুত অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেপ্তার করেছে। আইনশৃঙ্খলা রক্ষায় র‍্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।”

Không có bình luận nào được tìm thấy


News Card Generator