বুধবার ১১ জুন ঘুঘুডাঙ্গা উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর আয়োজনে স্কুল প্রাঙ্গনে এ-পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
পুনর্মিলনী অনুষ্ঠানে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি আলম সাইফুল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের প্রতিষ্ঠাতা ঘুঘুডাঙ্গা জমিদার পরিবারের বর্তমান অভিভাবক ডা. মো. মোসাদ্দেকুল ইয়াজদানী চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলের আলহাজ ফারুক চৌধুরী,'দোসর-জনমদাতা' শিক্ষাগুরু শ্রদ্ধেয় আশরাফ ও মহিউদ্দীন স্যার, ঘুঘুডাঙ্গা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ সগীর আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক শাহজাহান সাজু।
পুনর্মিলনী অনুষ্ঠানে পবিত্র কুরআান তেলাওয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সুচনা শুরু হয়। এরপর স্কুলের অ্যাসেম্বলি মতো এসএসসি ব্যাচ অনুসারে দাঁড়িয়ে গাওয়া হয় জাতীয় সঙ্গীত। এছাড়াও অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সভাপতি--আলম সাইফুল, সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক--মোকাররম হোসেন ও আর্থিক প্রতিবেদন প্রদান করেন কোষাধ্যক্ষ--মো. মহসিন চৌধুরী। অধ্যক্ষের বক্তব্য সংগঠনটিকে 'ঘুঘুডাঙ্গা উচ্চ বিদ্যালয় অ্যান্ভ কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশ' করার প্রস্তাব করেন।
সাংগঠনিক ও অতিথিদের আলোচনার মাধ্যমে প্রথম পর্বের সমাপ্তির পর বিভিন্ন ব্যচের স্মৃতিচারণে মুখরিত হয়ে ওঠে প্রিয় প্রাঙ্গনটি। পুনর্মিলনী অনুষ্ঠানে প্রিয় স্কুলের কথা স্মৃতিচারণ করে সংগঠনের সাংগঠনিক সম্পাদক শাহজাহান সাজু বলেন আজকে আমরা সবাই শৈশবের ক্লাসরুমে ফিরে গিয়েছিলাম , সেই দিন গুলোর মধুর দুষ্টমি, স্যারদের আদর-শাসনে। বারবার মনে হচ্ছিল আবার যদি বাস্তবে ফিরতে পরতাম সেই ক্লাসরুমে, সেই স্যারদের ক্লাস করতে পারতাম তাহলে কতই না আনন্দ হতো। বারবার ফিরে এসেছেন বিশেষ করে না-ফেরার দেশে চলে যাওয়া আমাদের 'চোখ ফোঁটানোর কারিগর' শ্রদ্ধেয় মমিন উদ্দিন চৌধুরী ও আবুবক্কর সিদ্দিক স্যারের কথা। অবসরপ্রাপ্ত আশরাফ ও মহিউদ্দীন স্যারসহ সকল শিক্ষবৃন্দের কথা।