close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

ঘোড়াঘাটে চ্যাম্পিয়ন বালিকা ফুটবলারদের হাতে ডা. জাহিদ হোসেনের পুরস্কার ..

Emran Prodhan avatar   
Emran Prodhan
ঘোড়াঘাটে চ্যাম্পিয়ন বালিকা ফুটবলারদের হাতে ডা. জাহিদ হোসেনের পুরস্কার 

 

ইমরান প্রধান, ঘোড়াঘাট  (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫২তম গ্রীষ্মকালীন উপজেলা ভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতা–২০২৫ এর ফুটবল খেলায় চ্যাম্পিয়ন ঘোড়াঘাট আর.সি. পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ফুটবল দলকে পুরস্কৃত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. জাহিদ হোসেন।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে চ্যাম্পিয়ন দলের হাতে পুরস্কার তুলে দেন জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন।

পুরস্কার গ্রহণ করে দলের অধিনায়ক পুতুলি আকতার বলেন, “ডা. জাহিদ স্যারের পুরস্কার পেয়ে আমরা ভীষণ আনন্দিত। এটি আমাদের ভবিষ্যৎ সাফল্যের জন্য অনুপ্রেরণার উৎস হবে। নারী ফুটবলাররা ইতিমধ্যে প্রমাণ করেছেন যে তারাও দেশের জন্য গৌরব বয়ে আনতে সক্ষম। নিয়মিত প্রশিক্ষণ ও সুযোগ পেলে আমরা আরও বড় অর্জন করতে পারব।”

জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন বলেন, “বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. জাহিদ হোসেন স্যার বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন। মেয়েদের এই সাফল্য আরও বড় সাফল্যের পথে এগিয়ে যাবে—এই বিশ্বাস থেকে অনুপ্রেরণার প্রতীক হিসেবে তিনি পুরস্কার দিয়েছেন।”

তিনি আরও বলেন, “নারী ফুটবলারদের এগিয়ে নিতে হলে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে। নিয়মিত প্রশিক্ষণ, টুর্নামেন্ট আয়োজন এবং নারী ফুটবল লিগ চালুর মাধ্যমে প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশের সুযোগ তৈরি করতে হবে।”

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাহানুর আলম, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ স্থানীয় নেতৃবৃন্দ ও ক্রীড়া অনুরাগীরা।

উল্লেখ্য, গত ২৫ সেপ্টেম্বর ঘোড়াঘাট উপজেলা মাঠে অনুষ্ঠিত ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা–২০২৫-এর ফুটবল খেলায় উপজেলার আটটি বালিকা বিদ্যালয় অংশ নেয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় সবাইকে হারিয়ে ঘোড়াঘাট আর.সি. পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

לא נמצאו הערות


News Card Generator