ঘাটাইল, টাঙ্গাইল ● ঘাটাইল পৌর এলাকার সোনালী ব্যাংকের নিচতলায় অবস্থিত একটি কসমেটিকসের দোকানে চুরির ঘটনা ঘটেছে। চোর দোকান থেকে চুরি করে পালানোর সময় স্থানীয়দের হাতে ধরা পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার (১৬ জুন ২০২৫) দুপুরের দিকে এক যুবক ওই দোকানে ঢুকে নানা পণ্য দেখার ভান করে। কিছুক্ষণ পর সুযোগ বুঝে সে দোকানের একাংশ থেকে পেমপ্যাড (যা মূলত শিশু ও নারীদের স্বাস্থ্যসুরক্ষায় ব্যবহৃত হয়) নিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে।
দোকানের মালিক বিষয়টি আঁচ করতে পেরে চিৎকার করেন, এতে পাশের দোকানিরা এবং পথচারীরা এগিয়ে এসে চোরকে ধরে ফেলে। পরবর্তীতে স্থানীয় জনগণের সহায়তায় তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
ঘটনার একটি ছবি ও বিস্তারিত তথ্য পাঠিয়েছেন ঘাটাইল আপডেটের প্রতিনিধি মোঃ আমিরুল।
এ বিষয়ে দোকান মালিক জানান, “আমাদের দোকানে এমন ছোটখাটো জিনিস চুরি যাওয়ার ঘটনা আগেও ঘটেছে, তবে এবার হাতে-নাতে ধরা পড়েছে। চুরি যেটাই হোক, এটা অপরাধ এবং সামাজিকভাবে উদ্বেগজনক।”
 'আই নিউজ বিডি' অ্যাপ
  'আই নিউজ বিডি' অ্যাপ
  
  
 
		 
				 
			



















 
					     
			 
						 
			 
			 
			 
			 
			 
			