close

লাইক দিন পয়েন্ট জিতুন!

গভীর রাতে সাতক্ষীরায় যৌথ বাহিনীর অভিযান ৯ জুয়াড়ি আটক

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার: avatar   
শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার:
বৃহস্পতিবার (১২ জুন'২৫) দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে বুধবার (১১ জুন'২৫) রাতে শহরের পলাশপোল এলাকার আজাহার আলী রবির বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:

সাতক্ষীরায় যৌথবাহিনীর অভিযানে জুয়া খেলা ও সহযোগিতার অভিযোগে ৯ জুয়াড়িকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন'২৫) দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে বুধবার (১১ জুন'২৫) রাতে শহরের পলাশপোল এলাকার আজাহার আলী রবির বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে প্রায় নগদ ৩৫ হাজার টাকা, জুয়া খেলার নানা সামগ্রী ও বেশ কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, বাড়ির মালিক সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার মৃত জি.এম এ জব্বারের ছেলে জি.এম আজাহার আলী রবি (৬৭), শহরের রসুলপুর এলাকার সজল হোসেনের ছেলে জামাত আলী (৫৫), পুরাতন সাতক্ষীরা এলাকার দীন মোহাম্মাদ গাজীর ছেলে আবুল কালাম (৫৭), শহরের কামালনগর এলাকার মৃত এলাই বক্সের ছেলে নবাব আলী (৬০), দেবহাটা উপজেলার কুলিয়া গ্রামের মৃত রজিবুল ইসলামের ছেলে তুহিন (৪৫), কলারোয়া উপজেলার লোহাকুড়া গ্রামের সামছুদ্দিনর ছেলে অলাউদ্দিন (৬০), সাতক্ষীরা সদর উপজেলার গয়েশ্বরপুর গ্রামের মৃত ইছহাক আলীর ছেলে আতিয়ার রহমান (৬৫), একই উপজেলার ধুলিহর গ্রামের শোকর আলীর ছেলে আবু তালেব (৫০) ও যশোর জেলার শার্শা থানার বাঁগআচড়া গ্রামের ইনতাজ সরদারের ছেলে মহর আলী (৫২)।

পুলিশ জানায়, সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার জনৈক আজাহার আলী রবির বাড়িতে নিয়মিত জুয়ার আসর বসে এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে সেখানে অভিযান চালায় যৌথবাহিনীর একটি টিম। এ সময় রবির বাড়ির নিচতলায় জুয়ার আসর থেকে হাতে নাতে ৮ জুয়াড়িকে আটক করা হয়। এছাড়া বাড়িতে টাকার বিনিময় নিয়মিত জুয়ার আসর বসানোর অভিযোগে বাড়ির মালিক আজাহার আলী রবিকেও আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ ৩৫ হাজার টাকা, জুয়া খেলার নানা সামগ্রী ও বেশ কয়কটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পরে আটককৃতদেরকে সাতক্ষীরা সদর থানায় সোপার্দ করা হয়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়েছে। তিনি আরো জানান, আসামিদের বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

کوئی تبصرہ نہیں ملا


News Card Generator