close

লাইক দিন পয়েন্ট জিতুন!

গাঁজায় ইসরাইলি হামলা ও নির্বিচারে মানুষ হত্যার প্রতিবাদে চিরিরবন্দরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ।..

এনামুল মবিন (সবুজ) avatar   
এনামুল মবিন (সবুজ)
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বরোচিত হামলা, ও হত্যার প্রতিবাদে দিনাজপুর চিরিরবন্দর উপজেলার ৩নং ফতেজংপুর ইউপির বিভিন্ন মসজিদের মুসলিমরা ১১ এপ্রিল শুক্রবার জুম্মার নামাজের পর বিক্ষোভ ও সমাবেশ করেন।..

আয়োজনে মুসলিম জনতা ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে এ কর্মসূচী পালিত হয়। “আমাকে হাজারবার গুলি করো, আমার সন্তানকে মেরো না”, আমার ফুসফুস কেটে নিয়ে উল্লাস করো, আমার বাচ্চার অক্সিজেন কেড়ে নিও না”, “তোমার বুটের লাথিতে আমার পাজর ভেঙ্গে দাও, বাচ্চাটাকে ছুঁয়ো না” ফিলিস্তিনের শিশুদের রক্ষার জন্য তাদের অভিভাবেকদের এ জাতীয় আবেগজড়িত কথা উল্লেখ করে হামলা ও হত্যার প্রতিবাদ জানানো হয়। পরে বিক্ষোভ মিছিল নিয়ে দিনাজপুর রংপুর মহাসড়কে মিছিল ও চম্পাতলী বাজার সামনে এসে সমাবেশ পালন করেন। 

উল্লেখ্য, গত মাসে ইসরায়েলের তীব্র বিমান ও স্থল হামলার মধ্য দিয়ে গাজায় যুদ্ধবিরতি ভেঙে যায়। এর পর থেকে গাজায় ইসরায়েলি হামলায় এক হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নতুন করে বাস্তুচ্যুত হয়েছেন লাখো ফিলিস্তিনি। ইসরায়েলের এই হামলার নিন্দা জানিয়েছেন বিক্ষোভকারীরা।

২০২৩ সালের ৭ অক্টোবর গাজা যুদ্ধের সূত্রপাত হয়। এ যুদ্ধে ৫০ হাজার ৭০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ১ লাখ ১৫ হাজার জনের বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator