গাজীপুরের পুবাইল থানার মিরের বাজারে ভুয়া পুলিশ পরিচয়ে ৬ যুবক আটক, আটককৃতদের কাছ থেকে পুলিশের ব্যবহৃত সরঞ্জামাদি পাওয়া গিয়েছে
 
 
 
 
ভূইয়া পুলিশ সেজে ভিবিন্ন ধরণের অপকর্ম চালিয়ে যাচ্ছিলেন পূবাইলে। ৬ জন যুবক একত্রে ভূয়া পুলিশ সেজে তাদের কাছে ভিবিন্ন পুলিশের সরঞ্জাম পাওয়া গেছে। পুলিশের জ্যাকেট, পুলিশের নেমপ্লেট, পিস্তল সহ ভিবিন্ন কাগজ পত্র নকল ডকুমেন্টস পাওয়া গেছে। 
গাজিপুরের পূবাইল থেকে আটক করেছে ভূয়া পুলিশকে 
গাজিপুর পূবাইল থানার পুলিশের অভিজানে ৬ যুবক আটক করেছে পুলিশ।
আজ সকালে আটক করা হয় ৬ যুবক কে পুবাইল থানায় নিয়ে যাওয়া হয়। তাদের কাছে পাওয়া যায় পুলিশের যা যা সরঞ্জাম তা সবি। আজকেই তাদের চালান করে দেওয়া জেলা কারাগারে। ওদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে মূলহুতা কারা এদের পিছনে কারা আছে। পরবর্তী খবর জানতে যুক্ত থাকুন ''আজকের খবর ''পত্রিকায়।
জাহাঙ্গীর আলম
গাজিপুর জেলা প্রতিনিদি 
জনপ্রিয় সংবাদপত্র
            
            ×
        
        
    
		
				
			


















