close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

গাজীপুরের কাপাসিয়ায় বন খেকোদের হামলায় তিন সাংবাদিক আহত, গ্রেফতার-৩..

Md Sale avatar   
Md Sale
গাজীপুরের কাপাসিয়ায় বন খেকোদের হামলায় তিন সাংবাদিক আহত, গ্রেফতার-৩


গাজীপুরের কাপাসিয়ায় শতাধিক গজারি গাছ কেটে লুটপাটের সময় ভিডিও ধারণ করতে গিয়ে স্থানীয় বনদস্যুদের হামলার স্বীকার হন ..

গাজীপুরের কাপাসিয়ায় বন খেকোদের হামলায় তিন সাংবাদিক আহত, গ্রেফতার-৩


গাজীপুরের কাপাসিয়ায় শতাধিক গজারি গাছ কেটে লুটপাটের সময় ভিডিও ধারণ করতে গিয়ে স্থানীয় বনদস্যুদের হামলার স্বীকার হন তিন সাংবাদিক, এতে বেশ গুরুতর আহত হয়েছেন একজন।
মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার রায়েদ ইউনিয়নের ভুলেশ্বর গ্রামের পারীরটেক এলাকায় এ ঘটনা ঘটে।

 

আহত সাংবাদিকরা হলেন দৈনিক  নয়া দিগন্তের মাল্টিমিডিয়া গাজীপুর জেলা  প্রতিনিধি মো. মোজাহিদ, দৈনিক আমার সংবাদের জেলা প্রতিনিধি এস এম জহিরুল ইসলাম, ও আলোকিত সকালের সাংবাদিক হুমায়ুন কবির।

 

স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকায় দীর্ঘদিন ধরে সরকারি বন বিভাগের জমির শতাধিক গজারি গাছ কেটে পাচার করে আসছে আবুল কাশেম ওরফে ‘গজারী কাশেম’ নামে এক ব্যক্তি।

 

মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে গাছ কাটার খবর পেয়ে সাংবাদিকরা ঘটনাস্থলে পৌঁছালে গজারী কাশেমের সহযোগীরা পালিয়ে যায়। পরে সাংবাদিকরা ঘটনাস্থলের ভিডিও ধারণ করতে গেলে আবুল কাশেম ও তার ছেলে আল আমিন এবং সহযোগী  মামুন ১০–১২ জনের দলবল নিয়ে সাংবাদিকদের উপর অতর্কিত হামলা চালায়।

 

হামলার এক পর্যায়ে সাংবাদিক এস এম জহিরুল ইসলাম জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে।

 

আহত সাংবাদিকরা বর্তমানে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব জানান, “সাংবাদিকদের উপর হামলার ঘটনায় অভিযুক্ত তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

নিজস্ব প্রতিনিধি

গাজীপুর

Không có bình luận nào được tìm thấy


News Card Generator