close

লাইক দিন পয়েন্ট জিতুন!

গাজীপুরে স্ত্রীকে বালিশচাপা দিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
গাজীপুর মহানগরীর কাশিমপুরে স্ত্রীকে বালিশচাপা দিয়ে হত্যা করে ৯৯৯-এ ফোন দিয়ে জানান স্বামী রাকিব হাসান (২২)। পরে শুক্রবার (৮ আগস্ট) রাতে কাশিমপুরের চক্রবর্তী এলাকা থেকে রাকিবকে গ্রেপ্তার করা হয়।..

গ্রেপ্তার রাকিব বগুড়া জেলার লতিফপুর এলাকার বাসিন্দা। তার স্ত্রী জেমি (১৯) দিনাজপুরের শেতাবগঞ্জ থানার মিচরিগোলা গ্রামে মৃত জাহিদুল ইসলামের মেয়ে। 

কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, স্বামী রাকিব প্রথমে স্ত্রী জেমিকে (১৯) বালিশচাপা দিয়ে হত্যা করেন। পরে মৃত্যু নিশ্চিত করে তিনি নিজেই জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। 

পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসে। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরেই রাকিব তার স্ত্রীকে হত্যা করেন। জিজ্ঞাসাবাদে তিনি জানান, তার স্ত্রী পরকীয়ায় আসক্ত ছিলেন।’   নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা এলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

کوئی تبصرہ نہیں ملا