আজ সন্ধ্যা আনুমানিক সাতটা। গাজীপুর চৌরাস্তা থেকে মাত্র ৫০০ ফুট উত্তরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তেলিপাড়া এলাকায় ঘটে যায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা।
এই হৃদয়বিদারক ঘটনা একটি মিনিবাস, যার নাম তাকওয়া পরিবহন, পেছন থেকে একটি সিএনজিকে ওভারটেক করার সময় ধাক্কা দিলে সিএনজিতে থাকা ছয় যাত্রীর মধ্যে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনজন, যাদের মধ্যে রয়েছে এক শিশু, গুরুতর আহত অবস্থায় বাকি তিন যাত্রীকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠান। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা মিনিবাসটিতে আগুন ধরিয়ে দেয় এবং ব্যাপক ভাঙচুর চালায়, ঘটনাস্থলে থাকা লোকজন জানায়,এই তাকওয়া পরিবহন সব সময় বেপরোয়া চলে। আগেও অনেক ঘটনা ঘটছে। আজকের ঘটনাটা ছিলো একদম সীমা ছাড়িয়ে যাওয়া।স্থানীয়দের অভিযোগ, তাকওয়া পরিবহনের গাড়িগুলো নিয়ম-শৃঙ্খলা না মেনে বেপরোয়া গতিতে চলাচল করে, যা এই দুর্ঘটনার জন্য দায়ী।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে স্থানীয়রা।