close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ধনবাড়ী প্রেসক্লাবের মানববন্ধন..

গোলাম রব্বানী avatar   
গোলাম রব্বানী
****

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদ ও সারাদেশে সাংবাদিকদের উপর নির্যাতনে জড়িতদের বিচার দাবিতে আজ দুপুর ৩:৩০ ঘটিকায় ধনবাড়ী প্রেসক্লাবের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

এ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে উপস্থিত ছিলেন ধনবাড়ী প্রেসক্লাবের সভাপতি মোঃ রফিকুল ইসলাম স্বপন, সিনিয়র সহ-সভাপতি সৈয়দ সাজন আহমেদ রাজু, সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান , সদস্য মোঃ পলাশ ইসলাম, মোঃ সুপান্ত, মোঃ জাকির হোসেন খান, মোঃ লিটন হোসেন, মোঃ সোহেল রানা, মোঃ সাদ্দাম হোসেন, মোঃ স্বপন হোসেন সহ অন্যান্যরা ।

বক্তারা অতিদ্রুত এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত বিচার ট্রাইবুনালের মাধ্যমে বিচার করার দাবি জানান । ইতিপূর্বে সাগর রুনির খুনিদের সহ সকল সাংবাদিকদের খুনিদের বিচারের আওতায় আনার জন্য জোর দাবি জানানো হয় । অন্যথায় সাংবাদিকদের এই আন্দোলন আরো বেগবান হবে বলে সংবাদকর্মীরা দাবি জানান।

Nema komentara