বাংলাদেশ প্রেসক্লাব দুপচাঁচিয়া উপজেলা শাখা কমিটি উপজেলা মেইল বাসস্ট্যান্ড অস্থায়ী কার্যালয় থেকে আজ ৮ আগস্ট শুক্রবার বিকেল ৫ ঘটিকায় বাংলাদেশ প্রেসক্লাব দুপচাঁচিয়া উপজেলা শাখা কমিটি ব্যানারে বিক্ষোভ মিছিল বের হয়।গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে দুপচাঁচিয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। শুক্রবার বিকেল ৫ টায় বাংলাদেশ প্রেস ক্লাব উপজেলা শাখা কমিটি মেইল বাস স্ট্যান্ড অস্থায়ী কার্যালয় থেকে পেশাজীবী সাংবাদিকদের নিয়ে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলা সিও অফিস বাসস্ট্যান্ডে এসে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সদস্য আরিফুল ইসলাম এর সঞ্চালনায় এবং সভাপতি তালাশ তালুকদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ, কবির আহম্মেদ সাবু, সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক সুশান্ত মালাকার, কোষাধক্ষ্য মোঃ জহুরুল ইসলাম বাবু সহ ক্লাবের সকল সদস্যবৃন্দ।
বক্তারা বলেন, সারা দেশে সাংবাদিক হত্যার তালিকা ক্রমেই বাড়ছে। নির্যাতন-নিপীড়নে সাংবাদিকেরা আজ বাকরুদ্ধ। আমরা সাংবাদিকদের এবং তাঁদের পরিবারের নিরাপত্তা চাই। অপরাধীরা যতই প্রভাবশালী হোক না কেন, তাদের গ্রেপ্তার করে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। এ সময় বক্তারা আরো বলেন, এই বর্বরচিত হত্যাকাণ্ড শুধু একজন সাংবাদিককে হত্যা নয় এটি মুক্ত সাংবাদিকতা ও গণতন্ত্রের উপর চরম আঘাত। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে তথ্যপ্রবাহ বাধাগ্রস্ত হবে যা সমাজ ও রাষ্ট্রের জন্য বিপদজনক।
বাংলাদেশ প্রেসক্লাব দুপচাঁচিয়া উপজেলা শাখার সাংবাদিকগণ সরকারের প্রতি আহ্বান জানান দ্রুততম সময়ের মধ্যে তদন্ত সম্পন্ন করে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।