close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

গাজীপুরে সাংবাদিক হত্যা, দিনাজপুরে মানববন্ধন

Salahuddin Ahmed avatar   
Salahuddin Ahmed
জড়িতদের দ্রুত গ্রেপ্তারসহ দৃষ্টান্তমুলক শাস্তির দাবি

স্টাফ রিপোর্টার, দিনাজপুর > গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে আজ শুক্রবার দুপুরে দিনাজপুরে মানববন্ধন কর্মসূচি পালন  করেছেন প্রিন্ট ইলেক্টোনিন্সসহ বিভিন্ন গনমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।  জড়িতদের দ্রুত গ্রেপ্তারসহ দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে প্রেস ক্লাবের সামনে কর্মসূচি পালন করেছেন তারা

  আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির কথা উল্লেখ করে  বক্তারা স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে  সাংবাদিকদের নিরাপত্তা  ও স্বাধীন  মত প্রকাশের দাবি জানাই। তারা নির্মমভাবে আসাদুজ্জামান তুহিনকে হত্যা বিচারসহ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। 
 বক্তারা বলেন  সংবাদ প্রকাশ করতে গিয়ে স্বাধীনতার পর এ পর্যন্ত ৪৯ সাংবাদিক নিহত এবং ১৮০ জন নির্যাতন নিপীেেনর শিকার হয়েছেন। 
বক্তারা বলেন স্বাধীন সাংবাদিকতার পাশাপাশি গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে না আনলে পরিস্থিতি আরো ভয়াবহ ধারণ করবে। 
“৭ আগস্ট (বৃহস্পতিবার) রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যা করেছে। তিনি দৈনিক প্রতিদিনের কাগজ-এর গাজীপুর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। 
যেখানে একজন সাংবাদিকই নিরাপদ নয়, সেখানে সাধারণ জনগণের নিরাপত্তা কোথায়? এই নির্মম হত্যাকান্ড জাতির জন্য একটি অশনি সংকেত। বর্তমান সরকার মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে চরমভাবে ব্যর্থ।

প্রেসক্লাবের সহ-সভাপতি আজাহারুল আজাদ জুয়েলের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, ডিবিসির জেলা প্রতিনিধি মোরশেদুর রহমান, নাগরিক টিভির আবুল কাশেম, যমুনা টিভির মাহফুজু হক আনার, এসএটিভির খাদেমুর ইসলাম , এন টিভির ফারুক হোসেন, করতোয়ার সাংবাদিক শাহরিয়ার শহীদ মাহবুব হিরু ও সাবেক সাংবাদিক প্রমথেম শীলসহ অন্যান্যরা। 

###

Aucun commentaire trouvé