close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

গাজীপুরে অটোরিকশা ও লোকাল বাসের কারণে যানজট সীমাহীন

mdzasimuddin avatar   
mdzasimuddin
মোঃ জসিম উদ্দিন,
জেলা প্রতিনিধি,
গাজীপুর।
তারিখ: ১১/০৪/২৫ইং
রোজ: শুক্রবার,
সময়:৮:০০..

বাংলাদেশের অন্যতম শিল্প এলাকা গাজীপুরে প্রতিনিয়তই বাড়ছে যানজটের সংখ্যা। অটোরিকশা ও লোকাল বাসের কারণে যানজট সীমাহীন হয়েছে। বাসের সামনের দিক রাস্তা ফাঁকা থাকলেও পিছন দিকে লেগে যায় অনেক জ্যাম, যার ভুক্তভোগী নগরবাসীসহ পথচারী। অটো চালিত রিক্সা কোন আইনকে তোয়াক্কা না করে হাইওয়ে রোড সহ ফ্লাইওভারের উপর দিয়ে চলাচল করছে শুধু সেখানেই সীমাবদ্ধ নয়, লক্ষ্য করা যায় বেশিরভাগ অটো রিক্সা উল্টো পথে হাইওয়ে রোডে চলাচল করে, যে কারণে বাড়ছে দুর্ঘটনা। গাজীপুর চৌরাস্তা টু ময়মনসিংহ হাইওয়ে রোড, সালনা বাজার, পর্যন্ত খুবই ঝুঁকিপূর্ণ গুরুত্বপূর্ণ এই সড়কে দিন দিন বেড়ে চলছে দুর্ঘটনা।গাজীপুরে অটোরিকশা ও লোকাল বাসের কারণে যানজট সীমাহীন হয়েছে। অটো রিক্সা ও বাসে এসব যানজটের কারণ হল অসতর্কতা এবং আইন মেনে না চলাচল।   অটোরিকশা ও লোকাল বাসের কারণে যানজট সীমাহীন হয়েছে। অটো রিক্সা ও বাসে এসব যানজটের কারণ হল অসতর্কতা এবং আইন মেনে না চলাচল এবং  দেখা যায় স্ট্যান্ড না মেনে যেখানে খুশি দাঁড়িয়ে যাত্রী উঠানো বা নামাতে তাতে করে বাসের সামনের দিক রাস্তা ফাঁকা থাকলেও পিছন দিকে লেগে যায় অনেক জ্যাম, যার ভুক্তভোগী নগরবাসীসহ পথচারী। অটো চালিত রিক্সা কোন আইনকে তোয়াক্কা না করে হাইওয়ে রোড সহ ফ্লাইওভারের উপর দিয়ে চলাচল করছে শুধু সেখানেই সীমাবদ্ধ নয়, লক্ষ্য করা যায় বেশিরভাগ অটো রিক্সা উল্টো পথে হাইওয়ে রোডে চলাচল করে, যে কারণে বাড়ছে দুর্ঘটনা, গাজীপুর চৌরাস্তা টু ময়মনসিংহ হাইওয়ে রোড, সালনা বাজার পর্যন্ত উল্টো পথে চলছে অহরহ অবৈধ অটোরিকশা যার কারণে প্রতিদিনই হচ্ছে কোনো না কোনো দুর্ঘটনা এই দুর্ঘটনার সমাধান কোথায় ? তা জানতে চায় নগরী বসবাসরত নগর বাসীসহ শ্রমিক ও পথচারী।

mdzasimuddin
mdzasimuddin 5 tháng trước kia
#policesuper
0 0 Đáp lại
Cho xem nhiều hơn