close

লাইক দিন পয়েন্ট জিতুন!

গাজীপুরে 'মার্চ ফর গাজা' কর্মসূচি: গার্মেন্টস শ্রমিকদের সড়কে বিক্ষোভ, হাইওয়েতে তীব্র যানজট।..

mdzasimuddin avatar   
mdzasimuddin
মোঃ জসিম উদ্দিন।
জেলা প্রতিনিধি গাজীপুর।
১২/০৪/২৫ ইং
রোজ: শনিবার।
সময়:- ০৫:০০..

 

 

আজ শনিবার গাজীপুরে অনুষ্ঠিত হয়েছে ‘মার্চ ফর গাজা’ শীর্ষক একটি মানবিক কর্মসূচি। ফিলিস্তিনে চলমান সহিংসতার প্রতিবাদ এবং গাজাবাসীর প্রতি সংহতি প্রকাশের লক্ষ্যে এই কর্মসূচি পালিত হয়। সকাল থেকেই বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা কর্মবিরতি দিয়ে রাস্তায় নেমে আসেন। তারা বিভিন্ন প্ল্যাকার্ড, ব্যানার ও স্লোগান নিয়ে অংশ নেন বিক্ষোভ মিছিলে।

 

এই বিক্ষোভের ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ গাজীপুরের প্রধান প্রধান সড়কে সৃষ্টি হয় তীব্র যানজট। দুর্ভোগে পড়েন অফিসগামী মানুষ ও সাধারণ যাত্রীরা। দীর্ঘ সময় ধরে যান চলাচল বন্ধ থাকায় অনেককে গন্তব্যে পৌঁছাতে পায়ে হেঁটে যেতে দেখা যায়।

 

এদিকে নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী বিক্ষোভকারীদের সাথে কথা বলে এবং সড়ক ছেড়ে দিতে অনুরোধ জানায়।

 

বিক্ষোভকারীরা বলেন, গাজায় যে মানবিক বিপর্যয় চলছে, তা মেনে নেওয়া যায় না। তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করে বলেন, এই নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশসহ বিশ্ববাসীর সোচ্চার হওয়া উচিত।

 

উল্লেখ্য, বিশ্বব্যাপী গাজার পক্ষে জনমত তৈরি করতে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বিভিন্ন দেশে এই ধরনের কর্মসূচি পালিত হচ্ছে। গাজীপুরের এই আয়োজন ছিল সেই ধারাবাহিক অংশ।

 

 

 

कोई टिप्पणी नहीं मिली