close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

গাজায় গণহত্যা বন্ধে সাতক্ষীরায় শিবিরের বিক্ষোভ

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার: avatar   
সাতক্ষীরা শহরে ইসরাইলের গণহত্যা বন্ধে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে..

শেখ আমিনুর হোসেন, জ্যেষ্ঠ প্রতিবেদক, সাতক্ষীরা : গাজায় ইজরাইলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর ও জেলা শাখা। 

শুক্রবার (১১ এপ্রিল '২৫) বিকেলে সাতক্ষীরা শহরের  খুলনা রোড মোড়  থেকে শুরু হওয়া মিছিল নিউমার্কেট চত্ত্বরে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। 

গাজায় গণহত্যা বন্ধে অন্তর্বর্তী সরকারকে ইসরাইলের ওপর অব্যাহত চাপ সৃষ্টির আহ্বান জানান শিবির নেতারা।  

মিছিলে মুখরিত সেই চেনা স্লোগান 'ফ্রি ফ্রি ফ্রি প্যালেস্টাইন'। যা ধ্বনিত হচ্ছে পৃথিবীর সকল প্রান্তে। পূর্ব ঘোষণা অনুযায়ী দুপুর ২টা ১৫ মিনিটে শিবিরের বিক্ষোভ মিছিল শুরু হয় আসিফ চত্ত্বর থেকে।

বিক্ষোভ সমাবেশে ছাত্রশিবিরের শহর শাখার সভাপতি আল মামুন বলেন, 'মুখে মানবাধিকারের কথা বলে ইসরাইল চরমভাবে মানবাধিকার লঙ্ঘনের ধৃষ্টতা দেখিয়ে চলেছে।'

এসময় বিরোধী মতকে থামাতে ইসরাইলের সঙ্গে চুক্তি করে আড়িপাতার বিভিন্ন প্রযুক্তি কেনায় শেখ হাসিনার সমালোচনা করেন শিবির নেতারা। সেই সব চুক্তি প্রকাশের পাশাপাশি অন্তর্বর্তী সরকারকে ইসরাইলের ওপর চাপ সৃষ্টির আহ্বান জানান নেতারা। গাজায় গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন শিবির নেতারা। 

মিছিল শেষে বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা জেলা সভাপতি ইমামুল হোসেন। তিনি বলেন, ‘আমাদের হৃদয় আজ ক্ষতবিক্ষত, আমাদের কলিজায় দাউ দাউ করে আগুন জ্বলছে। বর্বর ইসরাইল মুসলমানদের অন্যায়ভাবে হত্যা করছে, আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’ 

সাতক্ষীরা শহর শিবিরের সেক্রেটারী মেহেদী হাসানের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে শিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা আব্দুর রহিমসহ অনেকে বক্তব্য রাখেন। 

সমাবেশে বক্তরা বলেন ‘যে বিশ্বের মোড়লরা, ওয়াইসি, জাতিসংঘ মুসলমানদের ওপর হামলায় নিরব থাকে এরকম ওয়াইসি, জাতিসংঘের প্রয়োজন নেই।

Hiçbir yorum bulunamadı


News Card Generator