মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এক বিবৃতিতে জানান, “প্রেসিডেন্ট ট্রাম্প আজ হোয়াইট হাউসে গাজা বিষয়ক বৈঠকের নেতৃত্ব দেবেন। যুক্তরাষ্ট্র আশা করছে, ইসরায়েলের যুদ্ধ চলতি বছরের মধ্যেই শেষ হবে।”
অন্যদিকে, মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে বুধবার বিকেল ৩টা ১৫ মিনিটে ওয়াশিংটনে স্টেট ডিপার্টমেন্টে বৈঠক করবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার। এই বৈঠকে গাজা যুদ্ধোত্তর পরিস্থিতি ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
এর আগে, ২০২৪ সালের নির্বাচনী প্রচারণায় ট্রাম্প গাজায় যুদ্ধ দ্রুত শেষ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। চলতি বছরের জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের পরও তিনি সেই অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তবে সাত মাস পেরিয়ে গেলেও যুদ্ধ শেষ করার লক্ষ্য এখনো পূরণ হয়নি।