বুধবার (০৯ এপ্রিল) হাসপাতালের চিকিৎসক, নার্স সহ কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি পালন করে। এই কর্মসূচিতে অনুপ্রানিত হয়ে এদিন রায়েরবাগের সর্বস্তরের জনগণ ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করে।
রায়েরবাগ প্রধান সড়কে অনুষ্ঠিত এই মানববন্ধনে হাজার-হাজার শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেনীপেশার লোকজন অংশগ্রহণ করে। ইসলামিয়া হাসপাতাল বাংলাদেশের ইনচার্জ আবু জাফর মোহাম্মদ সালেহ'র পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে ইসলামিয়া হাসপাতাল বাংলাদেশ -রায়েরবাগ এর ম্যানেজিং ডিরেক্টর আবুল হাসনাত মোঃ মোরতাজা বলেন, পৃথিবীর ইতিহাসে নিকৃষ্টতম ঘটনা ইসরায়েল কর্তৃক ফিলিস্তিন পরিচালিত গণহত্যা। কোনভাবেই এটিকে যুদ্ধ বলা যায় না। কোন যুদ্ধে হাসপাতালে হামলা করার নজির নাই। অথচ নেতানিয়াহু, ফিলিস্তিনের হাসপাতাল গুড়িয়ে দিয়েছে। যেখানে শত-শত মানুষ চিকিৎসাধীন ছিল। ফিলিস্তিনে ১৫ জন স্বনামধন্য চিকিৎসককে হত্যা করা হয়েছে। মানব সভ্যতার এক অসভ্য মানব নেতানিয়াহু। অনতিবিলম্বে নেতানিয়াহু কে গ্রেফতার করতে হবে। এসময় তিনি, বাংলাদেশের জনগণ সহ মুসলিম উম্মাহ'র প্রতি আহ্বান জানিয়ে বলেন, ইসরায়েলের সকল পণ্য বয়কট করতে হবে। ইসরায়েল মুসলমানদের কাছে পণ্য বিক্রি করে সেই টাকা দিয়ে মুসলমানদেরই হত্যা করছে। ইসরায়েলের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিতে তাদের উৎপাদিত সকল পণ্য বয়কট করতে হবে।
মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও আলেম-উলামাবৃন্দ বক্তব্য রাখেন।