close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

গাজায় আলজাজিরার পাঁচ সাংবাদিকসহ ছয় জনের দাফন সম্পন্ন

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
সোমবার (১১ আগস্ট) গাজায়, ইসরায়েলি বিমান হামলায় নিহত আলজাজিরার পাঁচ সাংবাদিক ও এক ফ্রিল্যান্স প্রতিবেদকের দাফন সম্পন্ন হয়েছে।..

রোববার (১০ আগস্ট) গাজা সিটির আল-শিফা হাসপাতালের কাছে সংবাদ সংগ্রহের সময় ইসরায়েলি বিমান বাহিনীর গোলায় নিহত হন আলজাজিরার দুই প্রতিবেদক আনাস আল শরীফ ও মোহাম্মদ কুরাইকে, এবং ক্যামেরা পারসন ইব্রাহিম জাহের, মোহাম্মদ নুফাল ও মোয়ামেন আলিওয়া। একই হামলায় প্রাণ হারান ফ্রিল্যান্স সাংবাদিক মোহাম্মদ আল খালিদি।

সোমবার দুপুরে আল-শিফা হাসপাতাল চত্বরে ছয় সাংবাদিকের জানাজা অনুষ্ঠিত হয়, যেখানে শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। জানাজার পর সাদা কাফনে মোড়ানো মরদেহ সরু গলিপথ দিয়ে কবরস্থানে নিয়ে যাওয়া হয়। অনেক অংশগ্রহণকারী সাংবাদিকের নীল বুলেটপ্রতিরোধী জ্যাকেট পরিধান করেছিলেন।

হামলার নিন্দা জানিয়ে ফরেন প্রেস অ্যাসোসিয়েশন (এফপিএ) এক বিবৃতিতে বলেছে, গাজায় সংবাদ সংগ্রহরত সাংবাদিকদের লক্ষ্যবস্তু করা সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত। কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে) জানিয়েছে, 

যুদ্ধক্ষেত্রে শুধু যোদ্ধারাই বৈধ লক্ষ্যবস্তু, তাই আনাস আল শরীফের বিরুদ্ধে ইসরায়েলের অভিযোগ প্রমাণ না হওয়া পর্যন্ত এই হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনে ন্যায্য নয়।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে, ২৮ বছর বয়সী আনাস আল শরীফ হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের রকেট লঞ্চিং ইউনিট এবং নুখবা ফোর্সের সদস্য ছিলেন, যা তাকে আগেই ‘টার্গেট’ তালিকায় রেখেছিল।
 সূত্র: এএফপি

No comments found