গাজায় ১ লাখ টন বিস্ফোরক ফেলেছে ইসরায়েল, চালিয়েছে ১২ হাজার হত্যাকাণ্ড
ইসরাইলি আগ্রাসনে এই অব্দি ৬২ হাজারের অধিক সংখ্যক মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে ।
বর্বর ইসরাইলি বাহিনীর এ হানাকার নিন্দা জানিয়েছে জাতিসংঘ
গতকাল ১ লাখ টন বিস্ফোরণ ফেলে গাজায় ১২ হাজার নিরীহি প্রাণ নেয় দখলদার এ বাহিনী।।
আন্তর্জাতিক সংবাদ
রুদ্র বিশ্বাস