close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

ফুলবাড়ীতে  চরাঞ্চলে বাল্যবিবাহ প্রতিরোধে  কিশোরী ও অভিভাবক সমাবেশ..

Jahangir Alam avatar   
Jahangir Alam
"এসো স্বপ্ন বুনি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরীরা বাল্যবিবাহের পরিবর্তে লেখাপড়া শেষ করে মানবিক মানুষ হওয়ার প্রত্যয়ে  ছবি অংকন করে। কিশোরীরা ছবিতে তাদের নিজ নিজ স্বপ্নের কথা অভিভাবকের সাথ..
 
জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্ট.... 
কুড়িগ্রামের ফুলবাড়ীতে চরাঞ্চলে বাল্যবিবাহ প্রতিরোধে কিশোরী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।২৩ জুলাই বুধবার বিকেলে উপজেলার পূর্ব ধনিরাম এলাকায় উদয়াঙ্কুর সেবা সংস্থা আয়োজনে ও একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় এমপাওয়ারিং গার্লস এন্ড কমব্যাটিং চাইল্ড ম্যারেজ প্রজেক্ট এর আওতায় এ  সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় ১০০ কিশোরীকে সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।
 
 
আব্দুল্লাহ মিয়ার সভাপতিত্বে অভিভাবক সমাবেশে বক্তব্য  রাখেন,বড়ভিটা ইউনিয়ন লোককেন্দ্রের সভাপতি দুলালী রানী, উদয়াঙ্কুর সেবা সংস্থার প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম, স্পন্সরশীপ অফিসার প্রার্থনা রানী হালদার,অভিভাবক লতিফ মিয়া সহ আরো অনেক। 
 
 
এর আগে এসো স্বপ্ন বুনি এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরীরা বাল্যবিবাহের পরিবর্তে লেখাপড়া শেষ করে মানবিক মানুষ হওয়ার প্রত্যয়ে  ছবি অংকন করে। কিশোরীরা ছবিতে তাদের নিজ নিজ স্বপ্নের কথা অভিভাবকের সাথে শেয়ার করে। এতে অভিভাবকরাও তাদের মেয়ের স্বপ্ন পূরণে সহযোগিতা করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
 
 
 
No se encontraron comentarios