close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

ফুলবাড়ীয়ায় ঈদ উপলক্ষে কামারশালায় ব্যস্ততা বেড়েছে

Azizul Islam avatar   
Azizul Islam
ফুলবাড়ীয়ায় ঈদ উপলক্ষে কামারশালায় ব্যস্ততা বেড়েছে
ঈদ-উল-আজহায় কোরবানীর পশু কেনার সঙ্গে চলে ছুরি, চাকু দা, বটি । তাই শেষ সময়ে দা, বটি, ছুরি, চাকু তৈরির ধুম পড়েছে ময়মনসিংহের ফুলবাড়ীয়া কামারশালায় গুলোতে।
কোরবানির পশু জবাই ও মাংস টুকরা করার জন্য দা, বটি, ছুরি, চাকু প্রভৃতি প্রত্যেক পরিবারেই প্রয়োজন হয়ে পড়ে। বছরের অন্যান্য সময় দা-বটির ব্যতিত বাকিগুলোর তেমন ব্যবহার না থাকায় অধিকাংশ মরিচা ধরে পড়ে থাকে। কোরবানির সময় এলে অনেকেই পুরানো গুলো শান দিয়ে প্রস্তুত করেন। ফলে কাজের ধুম পড়ে যায় কামারদের দোকানে।
কামারদের সঙ্গে কথা বলে জানা যায়, কোরবানির ঈদের সময় দা, বটি, চাকু, ছুরি তৈরিতে ব্যস্ততা বেড়ে গেলেও সারা বছর তেমন কাজ না থাকার পাশাপাশি, সময়ের সাথে সাথে এ শিল্পের প্রধান উপকরণ লোহা, ইস্পাত ও কয়লার দাম বৃদ্ধি পাওয়ায় এ পেশা ছেড়ে অনেকেই অন্য পেশায় চলে গেছেন।
ফুলবাড়ীয়া উপজেলার উত্তম কুমার কর্মকার জানান, কোরবানির ঈদের সময় আমাদের কাজ বেড়ে গেলেও বছরের অন্য সময় গুলোতে কাজ খুবই কম থাকে।
Geen reacties gevonden