জাহাঙ্গীর আলম,স্টাফ রিপোর্টার ... 
ফুলবাড়ীতে উপজেলা পর্যায়ে ইয়োথ চ্যাম্পিয়ন ও কিশোর কিশোরীদের দক্ষতা বৃদ্ধিতে উন্নয়ন মূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
২৯ অক্টোবর দুপুরের কুড়িগ্রামের ফুলবাড়ী মডেল মসজিদ হলরুমে মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি (এমজেএসকেএস) চাইল্ড, নট ব্রাইড (সিএনবি) প্রজেক্টের আয়োজনে এনআরকে টেলিথন ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর কারিগরি অর্থায়নে উপজেলার ৬ ইউনিয়নের ৩০ জন চ্যাম্পিয়ন অপ চেঞ্জ কিশোর-কিশোরীরা এই প্রশিক্ষণে অংশ গ্রহন করেন।
বাল্যবিবাহ প্রতিরোধে ইয়োথ চ্যাম্পিয়ন ও কিশোর কিশোরীদের সেশনের ভূমিকা কি,পদক্ষেপ সমূহ
বাল্যবিবাহ প্রতিরোধে ইয়োথ চ্যাম্পিয়ন ও কিশোর কিশোরীদের সেশন পরিচালনায় বাধা সমূহ পর্যালোচনা।
 বাল্যবিবাহ প্রতিরোধে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ভূমিকা বাল্যবিবাহ প্রতিরোধে সেশন পরিচালনায় শিক্ষন সমূহ মুক্ত আলোচনা ও  কর্ম-পরিকল্পনা প্রণয়ন সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করেন চাইল্ড, নট ব্রাইড (সিএনবি) প্রজেক্ট,টেকনিক্যাল অফিসার (এসআরএইচআর)প্রতিমা রানী রায়।এসময় বক্তব্য রাখেন, মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি (এমজেএসকেএস) চাইল্ড, নট ব্রাইড (সিএনবি) প্রজেক্ট-এর কো-অর্ডিনেটর মাহমুদুল হাসান,ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর সহ আরো অনেকে। 
এসময় উপস্থিত ছিলেন,ফিল্ডফেসিলিটেটর রনজিৎ রায়,ফুলবাড়ী ইউনিয়নের ফিল্ডফেসিলিটেটর আফরোজা হ্যাপী,বড়ভিটা ইউনিয়নের ফিল্ডফেসিলিটেটর জাহিদুল ইসলাম জাহিদ, কাশিপুর ইউনিয়নে ফিল্ডফেসিলিটেটর নুরজাহান বেগমসহ আরো অনেক। আলোচনা সভা শেষে কিশোর কিশোরীদের হাতে  শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়। 
					
					
					
					
					
					
 'আই নিউজ বিডি' অ্যাপ
  'আই নিউজ বিডি' অ্যাপ
  
  
 
		 
				 
			



















 
					     
			 
						 
			 
			 
			 
			 
			 
			