close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

ফুলবাড়ীতে গাভীপালনকারী খামারীদের নিয়ে  আঙিনায় আকিজ ফিড শীর্ষক  সেমিনার অনুষ্ঠিত  ..

Jahangir Alam avatar   
Jahangir Alam
এসময় গাভী পালনের আধুনিক প্রযুক্তি ও ফিডের সঠিক ব্যবহার এর উপর সার্বিক আলোচনা ও খামারিদের উদ্দেশ্যে বিশেষ  পরামর্শমূলক বিষয়ে আলোকপাত করেন আকিজ এগ্রোফিডের রংপুর রিজিওনের রিজনাল ইনচার্জ ডাক্তার দেবব্রত ..

 

জাহাঙ্গীর আলম,স্টাফ রিপোর্টার 
 
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ৮০ জন গাভী পালনকারী খামামীদের নিয়ে  আঙিনায় আকিজ ফিড শীর্ষক  সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার খড়িবাড়ি বাজারের  যত্ন ভেটেরিনারি শপের আয়োজনে রংধনু ইন্টারন্যাশনাল প্রি ক্যাডেট  স্কুল হল রুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়। 
 
আকিজ এগ্রোফিডের অফিসার তরিকুল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, আকিজ এগ্রোফিডের রংপুর রিজিওনের রিজনাল ইনচার্জ ডাক্তার দেবব্রত রায় গোস্বামী, লালমনিরহাট ও কুড়িগ্রামের অফিসার ডাক্তার নিত্য কুমার সরকার, পোল্ট্রি টেকনিক্যাল অফিসার ডাক্তার সাহেকুর রহমান শাইখ,কোর সেলস অফিসার, ফারুক সরকার,তরিকুল ইসলাম, খামারি  মুকুল মিয়া সহ আরো অনেকে। 
 
এসময় গাভী পালনের আধুনিক প্রযুক্তি ও ফিডের সঠিক ব্যবহার এর উপর সার্বিক আলোচনা ও খামারিদের উদ্দেশ্যে বিশেষ  পরামর্শমূলক বিষয়ে আলোকপাত করেন আকিজ এগ্রোফিডের রংপুর রিজিওনের রিজনাল ইনচার্জ ডাক্তার দেবব্রত রায় গোস্বামী।
 
খামারিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই প্রাণবন্ত আয়োজনটি ছিল  চোখে পড়ার মত । 
 
Hiçbir yorum bulunamadı


News Card Generator